Advertisement
Advertisement
Murshidabad

বন্ধুর বউয়ের প্রেমে মজে যুবক, পথের কাঁটাকে সরাতে কুপিয়ে খুন!

কুকীর্তি করে পালাতে গিয়ে পুলিশের জালে 'খুনি' প্রেমিক।

Man allegedly killed friend over extra marital affair in Murshidabad

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:July 2, 2025 8:48 pm
  • Updated:July 2, 2025 8:52 pm  

অতুলচন্দ্র নাগ, ডোমকল: পরকীয়ার পথের কাঁটা প্রেমিকার স্বামী! তাই তাঁকে সরাতে মদ্যপান করিয়ে বেহুঁশ করে কুপিয়ে ‘খুন’ প্রেমিকের! কুকীর্তি করে পালাতে গিয়ে পুলিশের জালে ‘খুনি’ প্রেমিক। বুধবার দেহ উদ্ধার হলেও মুর্শিদাবাদের ইসলামপুরের নওদাপাড়ায় মঙ্গলবার রাতে খুনটি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রশান্ত মালের বয়স ৪০ বছর। বাড়ি নওদাপাড়া খালেরধার। বাড়ি থেকে কিছুটা দূরে ভৈরব নদের পাড়ে ক্ষত বিক্ষত অবস্থায় মৃতদেহ পড়েছিল। ধৃত ৩৯ বছরের স্বরূপ ভাস্কর। বাড়ি পাহাড়পুরে। জানা গিয়েছে, রাতে পাশের গ্রামে কীর্তন শুনতে গিয়েছিলেন প্রশান্ত। রাতে ফিরে না আসায় কারও সন্দেহ ছিল না।

বুধবার সকালের দিকে স্থানীয়রা নদীর ধার দিয়ে যাওয়ার সময় মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারা থানায় খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেখে মৃতদেহ উপুড় হয়ে পড়ে আছে। মৃতদেহ ঘোরাতেই উপস্থিত সকলে জানায়, ওটা প্রশান্ত মালের মৃতদেহ। পুলিশ দ্রুত দেহ উদ্ধার করে থানায় নিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করে। তদন্তে নেমে চারিদিকের রাস্তায় নজরদারি বাড়িয়ে দেয়। ওই পরিস্থিতিতে ধৃত স্বরূপ ভাস্করকে সন্দেহজনক অবস্থায় লালবাগের দিকে যেতে দেখে তাকে আটকায় পুলিশ। জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে নেয়।

জানায়, প্রশান্তর স্ত্রীয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক আছে তার। পথের কাঁটা সরাতেই খুন করেছে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে খুন করার আগে দুই বন্ধু মিলে একসঙ্গে মদ্যপান করেছিল। নিজে কম খেয়ে প্রশান্তকে পরিকল্পিতভাবে বেশি করে পান করিয়েছিল স্বরূপ ভাস্কর। পরে নেশায় কাহিল হয়ে পড়লে তখন কুপিয়ে খুন করেছে বলে জানা গিয়েছে। মৃতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement