Advertisement
Advertisement

Breaking News

Maldah

পরের জমি থেকে ভুট্টা তোলাই কাল! মালদহে যুবককে পিটিয়ে ‘খুন’

ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।

Man allegedly murdered in Maldah

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:April 6, 2024 3:41 pm
  • Updated:April 6, 2024 3:43 pm   

বাবুল হক, মালদহ: ভাইয়ের বাড়িতে ঘুরতে আসাই কাল! জমি থেকে ভুট্টা ভাঙার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মালদহে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত বলে মনে করা হচ্ছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জামালউদ্দিন (৪০)। বাড়ি রতুয়া থানার ভাদো এলাকায়। দুদিন আগে জামালউদ্দিন তাঁর ভাই কামালউদ্দিনের বাড়িতে ঘুরতে আসেন। কামালউদ্দিনের বাড়ি বিহারের সীমানা লাগোয়া কুমেদপুর লাগোয়া আজমনগর থানার অন্তর্গত বাটনারাহি গ্রামে। ভাইয়ের বাড়িতে ঘুরতে এসে শুক্রবার রাতে সাদলিচকে একটি ভুট্টার জমি থেকে দুই-তিনটি ভুট্টা ভাঙেন জামালউদ্দিন। অভিযোগ, কার্যত জমির মালিকেরা পিটিয়ে মারে ওই ব্যক্তিকে। এমনটাই অভিযোগ ভাই কামালউদ্দিনের।

[আরও পড়ুন: রাজ্যপাল-রাজ্য সংঘাতের আঁচ বর্ধমান বিশ্ববিদ্যালয়েও]

জানা গিয়েছে, একটি ভুট্টার জমি থেকে দুই-তিনটি ভুট্টা নিয়েছিলেন ওই ব্যক্তি। আর তাতেই জমির মালিকদের রোষের মুখে পড়তে হয় তাঁকে। পিটিয়ে খুন করা হয় মাঝবয়সী ওই ব্যক্তিকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায়। পুলিশের হাতে গ্রেপ্তার এক অভিযুক্ত। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সাদলিচকের ঘটনা।

কামালউদ্দিন জানিয়েছেন, তিনি জানতে পারেন তাঁর দাদা ভুট্টার জমির পাশে একটি সেতুতে পড়ে রয়েছে। তার পরেই তাঁকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় তদন্তে নেমে নাসিম নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে শনিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে। জানা যাচ্ছে, আরও বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

[আরও পড়ুন: বাম জমানার কেলেঙ্কারি তুলতেই বাধা কুণালকে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ