Advertisement
Advertisement
Hooghly

মাথার উপর ঋণের বোঝা! মানসিক অবসাদে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী প্রৌঢ়

সাট্টার বোর্ড চালিয়ে মাথার উপর ঋণের বোঝা!

Man allegedly murdered wife and daughter then killed himself in Hooghly

মানসিক অবসাদে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী প্রৌঢ়। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:May 29, 2025 10:10 am
  • Updated:May 29, 2025 10:56 am  

সুমন করাতি, হুগলি: সাট্টার বোর্ড চালিয়ে মাথার উপর ঋণের বোঝা! পাওনাদারদের তাগাদা! মানসিক অবসাদে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী প্রৌঢ়। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চন্দননগরে।

মৃতদের নাম বাবলু ঘোষ, বয়স ৬২ বছর। স্ত্রী প্রতিমা ঘোষ,বয়স ৪৬ বছর ও মেয়ে পৌষালি ঘোষ, বয়স ১৩ বছর। পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, গতকাল, বুধবার গভীর রাতে চন্দননগর থানায় খবর আসে কলুপুকুর গরেরধার এলাকার একটি বাড়িতে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাত দুটোর পর মৃতদেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়।

জানা গিয়েছে,গৃহকর্তা বাবলু আগে টিনের বাক্সর কারখনায় কাজ করতেন। পরে টোটো চালিয়েছেন কিছুদিন। বর্তমানে বাড়িতেই একটি দোকান চালাতেন। সেখানে সাট্টার প্যাড লিখতেন। অর্থাৎ সাট্টার বোর্ড চালাতেন তিনি। আর তাতেই বাজারে লক্ষ-লক্ষ টাকা দেনা হয়েছিল বাবলুর। বাড়িতে প্রায়শই পাওনাদারেরা হানা দিত। এই মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান প্রতিবেশীদের।

পুলিশ সূত্রে খবর, প্রথমে স্ত্রী ও মেয়েকে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করেন বাবলু। তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ মৃতদের আত্মীয়-পরিজন, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে স্নিফার ডগ।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement