Advertisement
Advertisement

Breaking News

Sodepur

পিটিয়ে খুনের পর ছাদে লোপাট ফেরিওয়ালার দেহ! সোদপুরের হাড়হিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার যুবক

ধারের আড়াই হাজার টাকা আদায় করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ফেরিওয়ালার। তাঁর মুখে, গলায় তার পেঁচিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

Man arrested allegedly killing hawker at Sodepur and trying to hide the deadbody

প্রতীকী ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:February 24, 2025 12:13 pm
  • Updated:February 24, 2025 2:48 pm  

অর্ণব দাস, বারাকপুর: ধারের আড়াই হাজার টাকা নিয়ে বচসার জেরে ‘খুন’ হতে হল এক ফেরিওয়ালাকে। সোদপুরের সুখচর এলাকার বাজারপাড়ায় রীতিমতো হাড়হিম সেই হত্যাকাণ্ড! অভিযোগ, ফেরিওয়ালাকে পিটিয়ে খুনের পর বাড়ির ছাদে দেহ লোপাট করে রেখেছিল অভিযুক্ত। পরে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা বিষয়টি জানান খড়দহ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে যুবককে। ছেলে গ্রেপ্তার হতেই বাড়ি ছেড়ে মা পালিয়েছেন বলে অভিযোগ।

Advertisement
অভিযুক্ত চিরাগ গুহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুখচর এলাকায় টিনভাঙা, লোহাভাঙা বিক্রি করতেন কামারহাটির বাসিন্দা আক্রাম আলি। সুখচরের বাসিন্দা চিরাগ গুহর সঙ্গে তাঁর আলাপ ছিল। দিনকয়েক আগে আক্রামের কাছ থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিলেন চিরাগ। সেই টাকা চাইতে চিরাগের বাড়িতে যান ফেরিওয়ালা। টাকা ফেরত দেওয়া দূরের কথা, চিরাগ তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে ঢুকিয়ে প্রথমে মারধরের পর গলায়, মুখে তার পেঁচিয়ে আক্রামকে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে চিরাগের বিরুদ্ধে।

এলাকার বাসিন্দা শ্রাবণী দাস, বিশ্বজিৎ মজুমদাররা জানান, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওই বাড়ি থেকে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শোনা যায়। তাঁরা বাড়ি থেকে বেরিয়ে কাউকে দেখতে না পেয়ে চিরাগের মাকেই জিজ্ঞাসা করেন, কী হয়েছে? তাতে উত্তর পান, ছেলেকে কুকুরে কামড়েছে। তা শুনে আর কেউ বাড়ির ভিতরে ঢোকেননি। পরে গন্ধ পেয়ে তাঁদের সন্দেহ হয়। খড়দহ থানায় খবর দেন। পুলিশ চিরাগদের বাড়িতে গিয়ে দেখে, দোতলার ছাদের এক কোণায় বস্তা চাপা দেওয়া মৃতদেহ। তার গলায়, মুখে তার পেঁচানো। দেহ উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বিশ্বজিৎ মজুমদারের দাবি, যেহেতু ওই বাড়ি থেকে দেহটি উদ্ধার হয়েছে, তাই চিরাগকেই গ্রেপ্তার করা হয়েছে। তবে সে-ই খুনি কিনা, তা নিয়ে সংশয় রয়েছে তাঁদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement