Advertisement
Advertisement
Cooch Behar

পুজোর আগে জাল নোট পাচারের চেষ্টা, কোচবিহারে লক্ষ টাকার নোট-সহ গ্রেপ্তার যুবক

মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Man arrested with fake currency worth lakhs in Cooch Behar

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 2, 2025 6:37 pm
  • Updated:September 2, 2025 6:37 pm   

বিক্রম রায়, কোচবিহার: পুজোর মুখে প্রায় লক্ষাধিক টাকার জাল নোট-সহ গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানা এলাকায়। গোপনসূত্রে খবর পেয়ে বাংলাদেশ সীমান্ত এলাকার বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কোথা থেকে জাল নোট পেলেন যুবক? আন্তর্জাতিক কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

ধৃত যুবকের নাম আউয়াল হোসেন। বয়স ৩২ বছর। তিনি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর বালাভূত এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে অন্দরান ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের চামটা মোড় এলাকায় যুবককে আটক করে পুলিশ। ধরে ব্যাগে তল্লাশি চালায় পুলিশ। তাতেই ধৃতের থেকে ১৯৬টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় যুবককে। জালনোট পাচারের অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

মাসখানেকও বাকি নেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর। বাংলাজুড়ে কোটি কোটি টাকার অর্থনৈতিক লেনদেন হয়। ঠিক সেই সময় বাজারে জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ