Advertisement
Advertisement

Breaking News

Siliguri

পরকীয়া নিয়ে সন্দেহ স্বামীর! ফাঁসিদেওয়ায় ঝগড়ার মাঝে স্ত্রীকে কুপিয়ে ‘খুন’

ফরেনসিক দল রাতেই ওই বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে।

man kills wife after suspecting extra marital affair in Siliguri

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতকে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 2, 2025 12:41 pm
  • Updated:June 2, 2025 12:50 pm  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: মদ্যপ অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভা এলাকার ফাঁসিদেওয়া এলাকায়। মৃত ওই মহিলার নাম মাস্তি টোপ্পো। পুলিশ অভিযুক্ত অজিত টোপ্পোকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির বাড়ি ফাঁসিদেওয়ার কদুভিটা এলাকায়। দীর্ঘদিন বিয়ে হয়েছিল অজিত টোপ্পো ও মাস্তি টোপ্পোর। তাঁদের একটি ছেলেও আছে। নিয়মিত মদ্যপানের অভ্যাস ওই ব্যক্তির। স্ত্রীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, এমন সন্দেহ করতেন বলেও অভিযোগ। মদ্যপান ও সন্দেহ হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর প্রায়শই অশান্তি হত বলে খবর। গতকাল, রবিবার রাতে মদ্যপান করে বাড়ি ফিরেছিলেন অজিত টোপ্পো। রাতে ফের স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় তীব্র অশান্তি। সেসময় ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপ দেন অজিত। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মাস্তি টোপ্পো। অশান্তি শুনে সেই বাড়ি গিয়ে প্রতিবেশীরা দেখতে পান ওই ভয়ানক ঘটনা।

দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশে। ফাঁসিদেওয়া থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে মদ্যপ অজিতকে গ্রেপ্তার করে। পুলিশের কাছে স্ত্রীকে খুনের কথা অভিযুক্ত স্বীকার করেছেন বলে খবর। ফরেনসিক দল রাতেই ওই বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে। খুনের অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ওই দম্পতির ছেলেকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। আজ সোমবার ধৃতকে আদালতে তোলা হয়। হেফাজতে নিয়ে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement