Advertisement
Advertisement
Bagda

বিচ্ছেদ হতেই প্রেমিকার ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় পোস্ট! গ্রেপ্তার প্রেমিক-সহ ৩

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়।

Man posts morphed photoes of girl friend after break up, 3 arrested | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 1, 2023 5:03 pm
  • Updated:November 1, 2023 5:03 pm   

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ইঞ্জিনিয়ার প্রেমিকের একাধিক বান্ধবী রয়েছে। জানতে পেরে কয়েকমাস আগে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন প্রেমিকা৷ সেই রাগেই প্রাক্তন প্রেমিকার ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। বিষয়টি জানাজানি হতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক ও তাঁর দুই বান্ধবীকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সৌমেন মল্লিক৷ পেশায় ইঞ্জিনিয়ার৷ বাড়ি বাগদা থানার বাগদা বাজার এলাকায়। জানা গিয়েছে, কয়েকমাস আগে নিগৃহীত তরুণী জানতে পারেন, সৌমেনের সঙ্গে একাধিক মেয়ে ও মহিলার সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবেই এর পর ওই যুবতী প্রেমের সম্পর্ক ছিন্ন করেন। এতেই চটে যায় সৌমেন। বিভিন্নভাবে প্রেমিকাকে আটকে রাখার চেষ্টা করে। অভিযোগ ওই যুবতীকে কোনওরকম বাগে আনতে না পেরে তার ছবি বিকৃত করে যুবতীর দুই বান্ধবীকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিতে বলে বলে অভিযোগ।

[আরও পড়ুন: ‘শুধু বিশ্বভারতী নয়, জাতীর জন্যও ক্ষতিকারক’, খোলা চিঠিতে বিদ্যুৎ চক্রবর্তীকে তোপ সুদীপের]

বিষয়টি জানাজানি হতেই যুবতী অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হওয়ার পর ২০ আগস্ট সাইবার ক্রাইম থানার দারস্থ হয় ওই যুবতী ও তার পরিবার৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বেশ কিছুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। পুজোর ছুটিতে বাড়িতে এসেছিল। খবর পেয়েই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ