রিন্টু ব্রহ্ম, কালনা: দিনরাত ফেসবুকে নিয়েই ব্যস্ত স্ত্রী।পরকীয়া সন্দেহে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা চেষ্টা করল স্বামী! কোনওরকমে পালিয়ে বেঁচেছেন ওই গৃহবধূ। কালনা মহকুমা হাসপাতালে ভরতি তিনি।স্বামীর বিরুদ্ধে কালনায় থানার অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। অভিযুক্ত অধরা।
পূর্ব বর্ধমানের কালনা শহরের গোয়াড়া এলাকায় থাকেন স্বপন মণ্ডল। পেশায় তিনি গাড়ির চালক। স্ত্রী পিংকি ও তিন সন্তানকে নিয়ে সংসার। স্ত্রীকে একটি স্মাটফোন কিনে দিয়েছিলেন স্বপন। স্মার্টফোন হাতে পেয়ে ফেসবুকে আসক্তি হয়ে পড়েছিলেন পিংকি। আসক্তি এতটাই বেড়েছিল যে, স্বামী-স্ত্রীর মধ্যে রোজই অশান্তি হত। পিংকি মণ্ডলের অভিযোগ, ফেসবুক করার জন্য তাঁকে রীতিমতো মারধর করত স্বপন। অশান্তি চরমে পৌঁছায় রবিবার রাতে। গায়ে কেরোসিন ঢেলে পিংকিকে স্বপন পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে কোনওমতে বাপের বাড়ি পালিয়ে যান পিংকি।কালনার মহকুমা হাসপাতালে ভরতি তিনি। অভিযুক্ত স্বপন মণ্ডলের বিরুদ্ধে কালনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। তবে তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
[ ঘরে দু’বেলার ভাত নেই, সরকারের কাছে সাহায্যের আবেদন অসুস্থ বৃদ্ধার]
যদিও স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে স্বপন। তার দাবি, ফেসবুকে আসক্তির কারণে স্ত্রীর সঙ্গে অশান্তি হত। পিংকিকে মারধরও করত সে। তবে পুড়িয়ে মারার চেষ্টার করেনি। এদিকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন পিংকি মণ্ডলের বাপের বাড়ির লোকেরা।
ছবি: মোহন সাহা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.