Advertisement
Advertisement
Asansol

মা ও তিন পোষ্যকে বিষ খাইয়ে ‘খুন’, পরে আত্মহত্যার চেষ্টা যুবকের! নেপথ্যে কোন কারণ?

এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Man Try to die afer killing mother and three pet in Asansol
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 15, 2025 4:57 pm
  • Updated:July 15, 2025 4:57 pm  

শেখর চন্দ্র, আসানসোল: মর্মান্তিক! মা ও তিনটি পোষ্য কুকুরকে বিষ খাইয়ে ‘খুন’ করে আত্মহত্যার চেষ্টা যুবকের। এমন ভয়াবহ ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার রাসডাঙা এলাকায়। কী কারণে ওই যুবক এমন কাণ্ড ঘটালেন তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির দরজা ভেঙে ৭৫ বছর বয়সি যুথিকা দাস ও তিনটি পোষ্য কুকুরের দেহ উদ্ধার করা হয়। পাশাপাশি ৪৫ বছরের অরবিন্দ দাস ওরফে পুষাণকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি চিকিৎসার জন্য পুষাণকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঋণে জর্জরিত হয়েই এমন ঘটনা ঘটিয়েছেন ওই যুবক। স্থানীয় সূত্রে খবর, যুথিকা ও পুষাণের আর্থিক অবস্থা খারাপ ছিল। তাঁদের উপর ঋণের বোঝা ছিল। অরবিন্দ বেঙ্গালুরু থেকে এমবিএ করেছেন। লকডাউনে ফিরে আসেন তিনি। সেই সময় দেনায় পড়ে অরবিন্দের বাবা বাড়িটি বন্ধক রেখে লোন নেন। বাবা মারা যাওয়ার পর সেই লোন শোধ করতে পারছিলেন না মা ও ছেলে। এরপর ওই লোন শোধ করার জন্য চড়াহারে বিভিন্ন জায়গায় সুদে টাকা নেন তাঁরা। ঋণের দায়ে নিচতলার থাকা ভাড়াটিয়ার কাছেও প্রচুর টাকা ধার নিয়েছিলেন তাঁরা। এরপর থেকেই ভাড়াটিয়া বাড়িটির নিচতলা লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছেলেন বলে অভিযোগ।

এদিকে এমন ঘটনা ঘটানোর আগে এই বন্ধুকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করেন পুষাণ। সেখানে তিনি এমন ঘটনা ঘটানোর কারণ উল্লেখ করেছেন। এমনকী তিন-চারজনের নামও উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে। সেই ম্যাসেজটি পুলিশের হাতে এসেছে। সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন। এদিকে এই ঘটনার পর ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement