প্রতীকী ছবি
বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: ৪৬ বছরে রেকর্ড গরম পড়েছে গ্যাংটকে। গরম থেকে রেহাই পেতে পশ্চিম সিকিমের সোম্বারিয়ায় রাম্মাম নদীতে স্নানে নেমে নিখোঁজ যুবক। তাঁর খোঁজে নদীতে তল্লাশি চলছে। ওই ঘটনার পর সিকিম প্রশাসনের তরফে প্রবল স্রোতের জন্য পাহাড়ি খরস্রোতা নদীতে স্নান করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘটনার তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
তাপমাত্রা বেড়ে যাওয়ায় নদীতে স্নান করার দৃশ্য সমতলে খুব স্বাভাবিক। তবে এবছর শিলিগুড়িতে মহানন্দা ক্যানেল, আলিপুরদুয়ারে কালজানি, ডিমা, কোচবিহারে তোর্সা নদীতে সকাল থেকেই স্নানের ছবি ধরা পড়েছে। বাদ যায়নি উপরের এলাকাও। ভয়ডর ভুলে পাহাড়ি খরস্রোতা নদীতে ডুব দিয়েছে অনেকেই। পশ্চিম সিকিমের সোম্বারিয়ায় রাম্মাম নদীতেও স্নানের জন্য রীতিমতো ভিড় বেড়ে যায়। এমন সময় এক যুবক জলের তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হতেই হইচই শুরু হয়। বিকেল পর্যন্ত যুবকের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর প্রশাসনের নির্দেশে নদীতে বন্ধ স্নান ।
গত ৪৬ বছরে রেকর্ড গরম পড়েছে সিকিমের রাজধানী গ্যাংটকে। ১৯৭৯ সালের ২৪ জুন এখানে তাপমাত্রার পারদ পৌঁছেছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এবার ১০ জুন সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া দপ্তরের রিপোর্টে গ্যাংটকের তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল পর্যন্ত তাপমাত্রার একই দাপট অনুভব হয়েছে সিকিম এবং উত্তরের পাহাড়-সমতলে। দুপুর থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য নামলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরম কমেনি। এদিকে দার্জিলিংয়ের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এদিন সকালেও শিলিগুড়ি শহরের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, রায়গঞ্জে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমি বায়ু দুর্বল হওয়ায় হঠাৎ বৃষ্টি উধাও সিকিম এবং উত্তরের পাহাড়-সমতলে। যার জেরে পারদ চড়েছে। তবে শুক্রবার থেকে মৌসুমী বায়ু ফের সক্রিয় হবে। সিকিম এবং উত্তরের পাহাড়-সমতলে বৃষ্টি বাড়বে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, “শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে। তারই প্রভাবে কমবে পাহাড়-সমতলের তাপমাত্রা।”
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের আগে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এরপর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনজেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি চলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.