Advertisement
Advertisement
SSC

নেই চাকরি, হয় না পরীক্ষাও! বাংলায় SSC দিতে বিজেপিশাসিত রাজ্যের পরীক্ষার্থীরা

'পরীক্ষার্থীদের কেউ হয়রান করেনি', খোঁচা কুণাল ঘোষের।

Many candidate from BJP ruled state participate in SSC exam
Published by: Sayani Sen
  • Posted:September 7, 2025 1:17 pm
  • Updated:September 7, 2025 1:17 pm  

শেখর চন্দ্র, আসানসোল: চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল বেশ কয়েক বছর আগে। আবেদনও করেছিলেন অনেকে। সেই শূন্যপদে আজও নিয়োগ হয়নি। অভিযোগ, অন্যান্য ক্ষেত্রে কর্মসংস্থানও নেই। তাই বাধ্য হয়ে বিহার, উত্তরপ্রদেশের মতো বিজেপিশাসিত রাজ্য থেকে বাংলায় SSC পরীক্ষা দিতে চাকরিপ্রার্থীরা। স্বাভাবিকভাবে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু জোর চাপানউতোর।

Advertisement

আসানসোলের একাধিক পরীক্ষাকেন্দ্রে বাংলার চাকরিপ্রার্থীরা ভিড় জমান। একই সারিতে দেখা যায় ভিনরাজ্যের বাসিন্দাদের। তাঁদের কেউ উত্তরপ্রদেশের গান্ধীনগর থেকে আবার কেউ প্রয়াগরাজের বাসিন্দা। কেউ কেউ ঝাড়খণ্ডের দেওঘরে থাকেন। আবার এক মহিলা বাধ্য হয়ে তাঁর ৮ মাসের সন্তান কোলে নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসেন। সকলের লক্ষ্য, একটিমাত্র চাকরি। বিজেপি শাসিত রাজ্যের চাকরিপ্রার্থীদের দাবি, নিজের রাজ্যের সরকার কিছু না করেনি ঠিকই। তবে বাংলার সরকারের উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁদের। ‘স্বচ্ছ’ নিয়োগের মাধ্যমে চাকরি হবে বলেই আশা তাঁদের।

উত্তরপ্রদেশ থেকে আসা এক চাকরিপ্রার্থী বলেন, “এই প্রথবার বাংলায় পরীক্ষা দিতে এসেছি। আমি SSC পরীক্ষা দিতে এসেছি। আমার বিষয় হিন্দি। ওখানেও পরীক্ষা দিচ্ছি। এখানেও। যেখানে হয়ে যাবে, সেখানেই চাকরি করব।” সন্দীপকুমার যাদব নামে উত্তরপ্রদেশের বাসিন্দা আরেক চাকরিপ্রার্থীর দাবি, “উত্তরপ্রদেশের অবস্থা খুব খারাপ। কোনও পরীক্ষা হয় না। চাকরি নেই। তাই বাংলায় এসেছি পরীক্ষা দিতে এসেছি। নইলে কী আর আসতাম?” যোগীরাজ্যের আরেও পরীক্ষার্থী ক্ষোভপ্রকাশ করে বলেন, “গত ২০২২ সালে টিজিটি (ট্রেনড গ্র্যাজুয়েট টিচার) পরীক্ষার আবেদন করেছি। এখনও চাকরি পাইনি। উত্তরপ্রদেশে চাকরি নেই। বাংলার সরকারের উপর ভরসা আছে। তাই এখানে এসএসসি পরীক্ষা দিতে এসেছি।” সন্তানকোলে বাংলায় পরীক্ষা দিতে আসা মা পূজারও বাংলার সরকারের উপর অগাধ আস্থা। পরীক্ষা ঠিকমতো দিলে, চাকরি পাবেন বলেই বিশ্বাস তাঁর।

প্রসঙ্গত, সম্প্রতি ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্তা ইস্যুতে রাজনৈতিক মহলে তোলপাড়। ওই বাঙালি শ্রমিকদের অনুপ্রবেশকারী সন্দেহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনাও নতুন নয়। গেরুয়া শিবিরের দাবি, বাংলায় কর্মসংস্থান নেই বলে পেটের দায়ে ভিনরাজ্যে শ্রমিকদের যেতে হচ্ছে। অথচ এদিনের ভিনরাজ্যের পরীক্ষার্থীদের বয়ান যেন অন্য তথ্য তুলে ধরছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। এই প্রসঙ্গে X হ্যান্ডেলে বিরোধীদের উদ্দেশে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লেখেন, “বাংলার SSCর পরীক্ষা দিতে আজ হাজির যোগীরাজ্য-সহ ভিনরাজ্য, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই। ঠিকমত পরীক্ষা হয় না। বারবার স্থগিত হয়েছে। ইত্যাদি। তাঁরা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কিছু বুঝলেন? প্রসঙ্গত, এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে। কেউ হয়রান করেনি। অপমান করেনি। বাধা দেয়নি। কিছু বুঝলেন? জয় বাংলা।” যদিও পালটা গেরুয়া শিবিরের তরফে এই ইস্যুতে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement