Advertisement
Advertisement
Chandrakona

ফুচকা খেয়েই বিপত্তি! চন্দ্রকোনায় অসুস্থ কমপক্ষে ৩৫ জন

ফুচকা খাওয়ার কয়েকঘণ্টা পর থেকেই শুরু হয় বমি, পেটের সমস্যা।

Many people of Chandrakona feel sick after eating Fuchka
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 18, 2025 10:45 am
  • Updated:September 18, 2025 10:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুচকা খেয়ে বিপত্তি! একে একে অসুস্থ হয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রায় ৩৫ জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে। প্রাথমিকভাবেই মনে করা হচ্ছে ফুচকায় বিষক্রিয়ার ফলেই এই ঘটনা।

Advertisement

জানা গিয়েছে, অসুস্থরা সকলেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়ার বাসিন্দা। গ্রামে ফুচকা বিক্রি করতে এসেছিলেন এক বিক্রেতা। টের পেয়ে গ্রামের বহু মানুষই তাঁর দোকানে ভিড় করেন। মন ভরে ফুচকা খায় তাঁরা। ভাবতেও পারেননি কী ভয়ংকর বিপদ অপেক্ষা করে আছে। কয়েকঘণ্টা পর থেকেই একে একে পেটের সমস্যা, বমি শুরু হয় অনেকের। একেকজনের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

কয়েকঘণ্টার মধ্যেই অসুস্থের সংখ্যা বেড়ে দাঁড়ায় কমপক্ষে ৩৫ জনে। জানা গিয়েছে, অসুস্থ সকলেই ফুচকা খেয়েছিলেন। সেই কারণেই স্থানীয়দের অনুমান, ফুচকাতেই বিষাক্ত কিছু ছিল। যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, শুধু ওই গ্রাম নয়, পাশের একটি গ্রামের অবস্থাও কার্যত একই। অসুস্থ অনেক বাসিন্দা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement