Advertisement
Advertisement

বিয়েতে উপহার ‘ক্যাশ’, আতঙ্কে গৃহস্থ!

শুধু পুরনো নোট নয়, আতঙ্ক রয়েছে নতুন ২০০০ টাকার নোট নিয়েও৷

Marriage functions have also been worst affected by the Note ban
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 10:54 am
  • Updated:November 18, 2016 10:54 am  

রাহুল চক্রবর্তী: আসবেন৷ নবদম্পতিকে আশীর্বাদ করবেন৷ পেটভরে খাওয়া-দাওয়া করবেন৷ কিন্তু একটাই রিকোয়েস্ট, ‘ক্যাশ’ বা নগদ আনবেন না! ৫০০, ১০০০ টাকার নোট তো নৈব নৈব চ!

Advertisement

অগ্রহায়ণের গোড়াতে গৃহস্থের বাড়িতে নেমন্তন্ন করতে গিয়ে জোড় হাত করে কুটুমকে বলে আসছেন আপ্যায়নকারীরা৷ মোদ্দা কথা হল, কেন্দ্রের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলে বিয়ের অনুষ্ঠানে শুধু ধাক্কাই লাগেনি, আতঙ্কিত কনেবাড়ি থেকে বরবাড়িও৷ সকলেই উদ্বেগে, উপহারস্বরূপ কেউ যদি পুরনো নোট দেয়! আতঙ্ক রয়েছে নতুন ২০০০ টাকার নোট নিয়েও৷

অগ্রহায়ণ শুরু মানেই বিয়ের মরশুম৷ এই মাসে ৫ অগ্রহায়ণ (২১ নভেম্বর), ৯ অগ্রহায়ণ (২৫ নভেম্বর), ২৩ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) ও ২৭ অগ্রহায়ণ (১৩ ডিসেম্বর) বিয়ের তারিখ রয়েছে৷ কেনাকাটা, বিয়েবাড়ি বুকিং, ক্যাটারার, ফুল, ডেকরেটরস – সবেরই অগ্রিম টাকা দেওয়ার পালা শেষ৷ চলছে আপনজনকে আপ্যায়ন৷ তবে ৮ নভেম্বরের আগে যাঁদের নিমন্ত্রণ করা হয়েছে, তাঁদের কথা আলাদা৷ সেদিন তো জানা ছিল না, দেশে এতবড় ‘বাতিল টাকার ভূমিকম্প’ হবে৷ কেন্দ্রের ঘোষণার পর থেকে পাত্র-পাত্রীর বাবা-মারা যেখানেই নিমন্ত্রণ করতে যাচ্ছেন, সেখানেই বলে আসছেন, “উপহার আনবেন না, কোনও অসুবিধা নেই৷ কিন্তু দয়া করে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট আনবেন না৷” অনেকেই বলছেন, একে বাতিল টাকা উপহার দিলে তা ভাঙাতে এক সমস্যা৷ তার পর বেশ কয়েকজন যদি এটা করে তাহলে আরেক কাণ্ড৷ সমস্যা রয়েছে নতুন ২০০০ টাকার নোট নিয়েও৷ উপহারে সেই টাকা যদি ডেকরেটরস বা ক্যাটারার না নেয়, তাহলে তা ভাঙাতে গিয়েও শীতের আবহে ঘাম জমবেই৷

বেলঘরিয়ার বাসিন্দা শুভাশিস মুখোপাধ্যায়৷ তাঁর একমাত্র ছেলে অনির্বাণের বিয়ে আগামী ২১ নভেম্বর৷ শুভাশিসবাবু বললেন, “দেখুন কোনও আত্মীয় ৫০০ ও ১০০০ টাকার বাতিল নোট দিয়ে মশকরা করতেই পারেন৷ কিন্তু সমস্যা তো আমাদেরই হবে৷ তার থেকে ভাল তাঁদের জানিয়ে দেওয়া, শুভ অনুষ্ঠানে ওটা দিয়ে দয়া করে লজ্জা দেবেন না৷”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement