Advertisement
Advertisement
Howrah

হাওড়ার মর্ডান মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় মুড়েছে এলাকা, আতঙ্কে হুড়োহুড়ি

এলাকা ঘিঞ্জি হওয়ায় রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের।

Massive fire broke out at Howrah
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 25, 2025 11:28 am
  • Updated:May 25, 2025 12:47 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ার মর্ডান মঙ্গলাহাটের গুদামে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। স্বাভাবিকভাবেই আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেছেন সেখানকার প্রায় তিন হাজার ব্যবসায়ী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের।

রবিবার সকাল ন’টা নাগাদ আগুন লাগে মডার্ন মঙ্গলা হাটের চারতলার একটি গুদামে ঘরে। ওই বিল্ডিংয়ে কম করে ২৮০০ ব্যবসায়ী থাকেন। এদিকে আজ, রবিবার হাট থাকে। ফলে ক্রেতাদের ভিড়ও ছিল। বিকিকিনির মাঝেই সকালে কালো ধোঁয়া দেখতে পান তাঁরা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। হুড়মুড়িয়ে সকলেই নিচে নেমে আসার চেষ্টা করেন। এদিকে খবর পেয়ে একে একে ৬ টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। প্রথমে ফাঁকা করা হয় গোটা বিল্ডিংটি। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে লেলিহান শিখা।

দমকল সূত্রে জানা গিয়েছে, পুরসভার দেওয়া জলের লাইন বিচ্ছিন্ন করা ওই বিল্ডিংয়ে। অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থাই নেই। চারতলা উপরে যে জলের রিজার্ভার আছে সেটি পুরো ফাঁকা। ফলে আগুন নেভানো কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। প্রসঙ্গত, কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। আগুন পুরোপুরি নেভার পরই তা জানা যাবে বলেই জানিয়েছেন দমকল আধিকারিকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement