Advertisement
Advertisement
Tarakeswar

পরপর সিলিন্ডার বিস্ফোরণ, তারকেশ্বরে দাউদাউ করে জ্বলছে ৬টি দোকান

অগ্নিকাণ্ডের ঘটনায় পুজোর মুখে মাথায় হাত ব্যবসায়ীদের।

Massive fire broke out in Tarakeswar

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:September 14, 2025 11:22 am
  • Updated:September 14, 2025 11:22 am   

সুমন করাতি, হুগলি: পরপর সিলিন্ডার বিস্ফোরণ। রবিবার সকালে দাউদাউ করে জ্বলছে হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙ্গা বাসস্ট্যান্ডের একের পর এক দোকান। খবর পেয়ে দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। অগ্নিকাণ্ডের ঘটনায় পুজোর মুখে মাথায় হাত ব্যবসায়ীদের।

Advertisement

রবিবার সকালে বাসস্ট্যান্ড এলাকার একটি চপের দোকানে পরপর তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চপের দোকানের পাশে থাকা রেস্তরাঁ, ফুলের দোকান-সহ মোট ৬টি দোকানে ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলা আগুন নেভাতে প্রাথমিকভাবে হাত লাগান স্থানীয়রা। ইতিমধ্যে খবর পৌঁছয় দমকলে। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।

দমকল কর্মীরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে একের পর এক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে দোকানগুলি অগ্নিকাণ্ডের গ্রাস থেকে বাঁচানো সম্ভব হয়নি। সবকটি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পুজোর মুখে দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের। ওই দোকানগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থাপনা যথাযথ ছিল না বলেই অভিযোগ স্থানীয়দের। দমকলের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ