Advertisement
Advertisement

Breaking News

Barasat

ভর সন্ধ্যায় বারাসতের রং কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্কে ঘর ছাড়ছেন বাসিন্দারা

আগুন নেভাতে আশপাশের এলাকা থেকেও জল আনা হয়েছে।

Massive fire in Barasat factory, adjacent areas to be vacated
Published by: Sucheta Sengupta
  • Posted:June 21, 2025 9:15 pm
  • Updated:June 21, 2025 9:25 pm  

অর্ণব দাস, বারাসত: ভরসন্ধ্যায় বারাসতের রং ও ডায়াপার তৈরির গুদামে বিধ্বংসী আগুন। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় পুড়ল সমস্ত সামগ্রী। আগুন নেভাতে প্রাথমিকভাবে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছয়। আশপাশের এলাকা থেকেও জলের জন্য উৎস আনার কথা জানিয়েছেন এলাকার সাংসদ কাকলি ঘোষদস্তিদার। অগ্নিকাণ্ডের জেরে তীব্র যানজট তৈরি হয় ব্যস্ত বারাসত-টাকি রোডে। এর জেরে ঘটনাস্থলে দমকল পৌঁছতে কিছুটা দেরি হয়। এত বড় অগ্নিকাণ্ড এখানে আগে ঘটেনি বলেই দাবি স্থানীয়দের।

অগ্নিকাণ্ডের ঘটনার পাশেই রয়েছে ঘন জনবসতিপূর্ণ এলাকা। তা দ্রুত খালি করার চেষ্টা চলছে। আতঙ্কে অনেকেই বাড়িও ছেড়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বামুনমোড়া এলাকায় রয়েছে একটি বিশাল জায়গা জুড়ে একের পর এক গুদাম। কমপক্ষে ৮ থেকে ১০ টি বড় বড় গোডাউন রয়েছে একই চত্বরে। চারিদিকে ঘেরা রয়েছে কংক্রিটের দেওয়ালে। শনিবার সন্ধ্যা সাড়ে  সাতটা নাগাদ সেখান থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা নিজামুল কবির, আবদুল রহিমদের বক্তব্য, কয়েকবিঘা জমির উপর একাধিক কোম্পানির গুদাম রয়েছে। একটিতে আগুন লাগার পর থেকে তারপর দাউদাউ করে একের পর এক গোডাউন আগুন ধরে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল ঘটনাস্থলের পাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়িমড়ি করে এলাকা ছাড়তে শুরু করেন। তবে কী কারণে এই আগুন, তা স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বারাসতের এসপিডিও এবং অতিরিক্ত পুলিশ সুপার। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement