Advertisement
Advertisement
Mahua Moitra

মতুয়াদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জের, এবার মহুয়ার বিরুদ্ধে হরিণঘাটা থানায় FIR দায়ের

কী বলেছিলেন তৃণমূল সাংসদ?

Matua community logged fir against mahua moitra

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 9, 2025 5:32 pm
  • Updated:September 9, 2025 5:33 pm  

সুবীর দাস, কল্যাণী: মতুয়াদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জের। বনগাঁর পর এবার হরিণঘাটা থানায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মতুয়ারা। অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement

সম্প্রতি একটি জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন মহুয়া মৈত্র। সোশাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। তাতেই দানা বাঁধে বিতর্ক। সেই ঘটনায় গত শুক্রবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে মতুয়া মহাসংঘের লিগাল সেল। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন লিগাল সেলের চেয়ারম্যান মুকুল বিশ্বাস। পাশাপাশি, সাংসদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করলেন মতুয়ারা। চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায়ও সরব হন তাঁরা।

কিন্তু কী বলেছিলেন তৃণমূল সাংসদ? সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও অনুযায়ী সম্প্রতি এক সভা থেকে মহুয়া বলেন, “সারা বছর তৃণমূলী, আর ভোটের সময় সনাতনী। এগুলো কী অঙ্ক ভাই? আমরা হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেলে, তফশিলি মহিলারা ১২০০ টাকা পান। অথচ এই বুথগুলিতে ১০০টা ভোট গুনলে ৮৫টা বিজেপি, ১৫টা অন্য় পার্টি পায়। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা। কিন্তু কাঠের মালা পরে সবাই চলে আসেন ভাতা নিতে তখন কী হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement