Advertisement
Advertisement
Barasat

চাবি হারানোর গল্প ফেঁদে বাইক চুরি! বারাসতে প্রেমিকা-সহ গ্রেপ্তার MBA যুবক

কীভাবে বাইক চুরির কিনারা করল পুলিশ?

MBA and BBA couple arrested allegedly bike theft in Barasat, sent to police custody
Published by: Sucheta Sengupta
  • Posted:September 22, 2025 12:09 pm
  • Updated:September 22, 2025 12:16 pm   

অর্ণব দাস, বারাসত: উচ্চশিক্ষিত চোর! বাইক চুরির কিনারা করতে গিয়ে যুগলকে গ্রেপ্তার করে বিস্মিত পুলিশ। ধৃত যুবকের রয়েছে এমবিএ ডিগ্রি, আর তার প্রেমিকা বিবিএ। বারাসত থেকে গ্রেপ্তার শিবনাথ দাস ও মোনালিসা অধিকারীর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের ৫ দিনের হেফাজতে নিল পুলিশ। প্রেমিকার আবাসন থেকে উদ্ধার হয়েছে দামি বাইকও। কী কারণে উচ্চশিক্ষিত যুগলের এই কাণ্ড, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

ঘটনা ঠিক কী ঘটেছে? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত ১৪ সেপ্টেম্বর বারাসাত-বারাকপুর রোডের টালিখোলা এলাকার একটি আবাসন থেকে বাইক চুরির ঘটনা ঘটে। সেখানেই ভাড়া থাকেন ধৃত মোনালিসা অধিকারী। বাইক চুরির অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই মেকানিককে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় দুঁদে পুলিশ অফিসারদের। পুলিশকে তাঁরা জানায়, অনলাইনের মাধ্যমে তাঁদের বুক করে জানানো হয়, প্রেমিকার আবাসনে রাখা প্রেমিকের বাইকের চাবি হারিয়ে গিয়েছে। তাই লক ভাঙতে হবে। সেইমতো তাঁরা বারাসতদের ওই আবাসনে পৌঁছে যান। বাইকটির তালা ভেঙে নতুন লক লাগিয়ে দেন। এরপরেই ওই বাইক নিয়ে উধাও হয়ে যায় মোনালিসা-শিবনাথ।

মেকানিকদের বয়ান অনুযায়ী আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে মোনালিসা ও তাঁর প্রেমিক শিবনাথের নাম জানতে পারে পুলিশ। শুক্রবার যুগলকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের বারাসত আদালতে পেশ করে ৫ দিনের পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। আর রবিবার প্রেমিকের আবাসনের পার্কিং লট থেকে উদ্ধার করা হয় চুরি করা লক্ষাধিক টাকার বাইকটি। এই কাজ শিবনাথ-মোনালিসার একার নাকি এর সঙ্গে বাইক চুরির কোনও বড় চক্র জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ