প্রতীকী ছবি
অতুলচন্দ্র নাগ, ডোমকল: বোমা বাঁধাই কাল! বোমা ফেটে মৃত্যু হল এক যুবকের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের লেবুগাড়ার মাঠে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চান্দু শেখ ওরফে সফিকুল। বয়স ৩০ বছর। বাড়ির কাছের মাঠেই ঘটেছে ওই ঘটনা। জেলা পুলিশ সূত্রে খবর, বাঁধার সময় বোমা ফেটে মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম পাওয়া গিয়েছে। এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের দিকে হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। তারা আসার আগে চান্দু শেখকে বাঁচানোর চেষ্টা করেন তাঁর বাবা মিন্নাত আলি। তিনি জানান, “আমার টোটো গাড়িতে করেই বহরমপুরে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছিলাম ছেলেকে। কিন্তু রাস্তাতেই তার মৃত্যু হয়। তখন আবার বাড়িতে নিয়ে আসি।” তিনি জানান, “কারও সঙ্গে শত্রুতা নেই তবুও কেন এমন হল বুঝতে পাচ্ছি না। ”
চাঁদু শেখ পরিযায়ী শ্রমিক। তিনি হঠাৎ বোমা বাঁধতে গেলেন কেন? কে বা কারা বরাত দিয়েছিল? সেই বিষয়টা স্পষ্ট নয়। তবে ওই সব প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তার স্বার্থে লেবুগাড়া ও সংলগ্ন এলাকায় পুলিশের টহল চলছে ।
ক’দিন ধরেই ডোমকলে বিস্ফোরণ, বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছিল। তার মধ্যেই বুধবার রাতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল কারিগরের। এ ব্যাপারে সিপিএমের ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা জানান, “শাসক দলের অন্দরে কলহ রয়েছে, তাছাড়া সামনে বিধানসভা নির্বাচন। সেই বাজার ধরতেই নাকি তৃণমূলের গোষ্ঠী কোন্দলে শক্তি প্রদর্শনের জন্য বোমা বাঁধা! তা পুলিশের তদন্ত করে দেখা দরকার।” অন্যদিকে তৃণমূলের ডোমকল টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল জানান, “সিপিএম সব কিছুর সঙ্গেই শাসকদলের ভূত দেখে। কিন্তু আমি যতদূর জানতে পারলাম এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ছেলেটি কেন বোমা বাঁধতে গিয়েছিল তার বাবাই বলতে পারছেন না। পুলিশ আছে নিশ্চয় তদন্ত করে এর আসল কারণ বের করবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.