Advertisement
Advertisement
Migrant Labourer

ফের বাঙালি হেনস্তা ভিনরাজ্যে! তামিলনাড়ু থেকে ফিরেই রহস্যমৃত্যু আক্রান্ত শ্রমিকের

তামিলানাড়ুতে কাজ করতে যাওয়া মুর্শিদাবাদের শ্রমিকদের একটি দল হামলার মুখে পড়ে।

Migrant labourer dies just after returning from Tamil Nadu being attacked

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:September 21, 2025 1:56 pm
  • Updated:September 21, 2025 2:06 pm   

শাহজাদ হোসেন, ফরাক্কা: ফের ভিনরাজ্যে বাঙালি হেনস্তার অভিযোগ। বাড়ি ফিরেই রহস্যমৃত্যু মু্র্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। বড়া থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে দেহ। পরিবারের অভিযোগ, তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে হামলার মুখে পড়েন মৃত শ্রমিক-সহ বেশ কয়েকজন। প্রাণে বাঁচতে বাধ্য হয়ে ধার করে ট্রেনের টিকিট কেটে বাড়ি ফিরেছিলেন। সেই টাকা নিয়েই চিন্তার কারণে তিনি আত্মঘাতী হয়েছেন ছেলে। তদন্তে নেমেছে ভগবানগোলা থানার পুলিশ। পরিবারের সদস্য ও ফিরে আসা সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, ভগবানগোলা থানার অন্তর্গত রামকান্তপুর এলাকার প্রায় ১৩ জন শ্রমিক তামিলনাড়ুতে কাজ করতে যান মাসখানেক আগে। তাঁদেরই একজন বছর চব্বিশের ওয়াহিদ শেখ। সম্প্রতি সেখানে তাঁরা আক্রান্ত হন। তাঁদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। আহত শ্রমিক খায়রুল ইসলাম জানান, ”১৩ সেপ্টেম্বর রাতে আমরা ঘরেছিলাম। মুর্শিদাবাদ জেলার তেরোজন শ্রমিক। রাত সাড়ে ১১টা নাগাদ আচমকা গাড়ির আওয়াজ শুনতে পাই। জানলা দিয়ে উঁকি মেরে দেখি একটা চারচাকা গাড়ি ও বাস থেকে ৩০-৩৫ জন লাঠিসোঁটা নিয়ে আমাদের রুমের দিকে ছুটে আসছে। আমরা আতঙ্কের মধ্যে পড়ে যায়। তারপর আমাদের রুমে এসে আমাদের উপর তারা চড়াও হয়। লাঠি দিয়ে আমাদের মারতে থাকে। আমরা প্রাণের ভয়ে যে যেদিকে পেরেছি ছুটে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। আমি কাদা পেরিয়ে জঙ্গলের ভিতর গিয়ে কোনওরকম প্রাণ বাঁচায়। সকাল হতেই তিরুভাল্লুর পুলিশের কন্ট্রোল রুমে ফোন করি সাহায্যের জন্য। কিন্তু ফোন বেজে যায়, কেউ রিসিভ করেনি। বাধ্য হয়ে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে আমাদের উপর হামলার কথা জানায়। কী কারণে আমাদের উপর এই হামলা হল বুঝতে পারছি না।”

এরই দলে ছিলেন ওয়াহিদ। তিনি এই ঘটনার পর আতঙ্কিত হয়ে বাড়ি ফিরতে মরিয়া হয়ে ওঠেন। এরপর টাকা ধার করে ট্রেনের টিকিট কাটেন। ১৮ সেপ্টেম্বর বাড়ি ফেরেন। ১৯ তারিখ নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় ওয়াহিদের। বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্তার অভিযোগে তামিলনাড়ুর পেনালুরপেট থানার পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে বলে খবর।

এনিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং জানিয়েছেন, ”কোনও কারণে তামিলনাড়ুর কয়েকজন বাসিন্দাদের সঙ্গে মুর্শিদাবাদ জেলার ১৩জন পরিযায়ী শ্রমিকের ঝামেলা হয়। ঘটনায় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক। বিষয়টি জানার পর দ্রুত তামিলনাড়ুর পেনালুরপেট থানায় যোগাযোগ করি। পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পেনালুরপেট থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছেন বলে জানিয়েছে। পেনালুরপেট থানায় একটি মামলা রুজু হয়েছে। কী কারণে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর এই হামলা, তা তদন্ত করে দেখছে তামিলনাড়ুর পুলিশ।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ