অরিজিৎ গুপ্ত, হাওড়া: দীর্ঘদিন ধরে হাওড়ার আরতি কটন মিলে বন্ধ বেতন। প্রতিবাদে হাওড়ার দাসনগরে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ। শ্রমিকদের বিক্ষোভে নেতৃত্ব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তুমুল উত্তেজনা। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। নামানো হয় ব়্যাফ।
আরতি কটন মিল কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। শ্রমিকদের দাবি, চলতি বছরের জানুয়ারিতে শেষবার বেতন পান তাঁরা। গত ফেব্রুয়ারি মাস থেকে কটন মিলে বেতন বন্ধ। তার ফলে বেজায় সমস্যায় রয়েছেন শ্রমিকরা। স্বাভাবিকভাবেই রুজিরুটিতে টান পড়েছে। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। আর মাত্র কয়েকটাদিন পর পুজো। উৎসবের মরশুমে বেতন না পাওয়ায় দিশাহারা পরিস্থিতি তাঁদের। বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকালে শমীককে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাঁদের নেতৃত্ব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। শমীক ভট্টাচার্য নরেন্দ্র কাপের উদ্বোধন করতে যাচ্ছিলেন। সেই সময়ে এই বিক্ষোভের ঘটনায় স্বাভাবিকভাবেই হতচকিত রাজ্য বিজেপি সভাপতি। বলেন, “শ্রমিকদের কথা অবশ্যই শোনা হবে। তবে এমন বিক্ষোভ কাম্য নয়।”
এদিকে, বিক্ষোভের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসা, তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শ্রমিকরাও। ঘটনাস্থলে পৌঁছয় ব়্যাফ। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিধায়ক মনোজ তিওয়ারি জানান, সম্প্রতি কটন মিলের কর্মীরা তাঁর কাছে যান। সমস্যা সমাধানের দাবি জানান। তাই এদিন পথে নেমে বিক্ষোভে শামিল হন বিধায়ক। তাঁর দাবি, “খেলা নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। তবে আমরা চাই কটন মিলে আগে বেতন হোক। উৎপাদন স্বাভাবিক হোক। তবে তা না করে খেলা হোক, সেটা চাই না।” খেলা নিয়ে বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজনীতি করছে বলেও অভিযোগ তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারির। এই ইস্যুতে উষ্মাপ্রকাশও করেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.