Advertisement
Advertisement
Haroa

সাপের ছোবল খেয়ে ছটফট করছে খুদে, প্রাণ বাঁচাতে ওঝার ‘কেরামতি’তেও শেষরক্ষা হল না!

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Minor boy bit by snake in Haroa, died after exorcist acts

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 15, 2025 6:22 pm
  • Updated:April 15, 2025 6:22 pm   

গোবিন্দ রায়, বসিরহাট: সাপের ছোবলে খেয়ে ছটফট করছে হাড়োয়ার খুদে। চিকিৎসকের পরিবর্তে তাকে নিয়ে ওঝার দ্বারস্থ পরিবার। সেখানেই চলল তুকতাক। কিন্তু তাতে শেষরক্ষা হল না। পরিস্থিতি বেগতিক বুঝে যখন যুবককে নিয়ে যাওয়া হল হাসপাতালে, ততক্ষণে মৃত্যু হয়েছে খুদের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল বসিরহাটের হাড়োয়ায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম মনীষ মণ্ডল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীতলার বাসিন্দা ৯ বছরের ওই খুদে। পরিবার সূত্রে খবর, সোমবার বিকেলে বাড়ির পাশে বাগানে খেলা করছিল সে। সেই সময়ই একটি বিষধর সাপ তাকে ছোবল দেয় বলে অভিযোগ। পরিবারের লোকজন টের পাওয়ামাত্রই ঝাড়ফুঁকের ব্যবস্থা করেন। সময়ের সঙ্গে সঙ্গে মনীষের অবস্থার অবনতি হতে থাকে। একপর্য়ায়ে ভয় পেয়ে তাকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। প্রসঙ্গত, পুলিশ-প্রশাসন ও বিজ্ঞান মঞ্চের তরফে বারবার আমজনতাকে সতর্ক করা হয়েছে। কুংস্কারআচ্ছন্ন মনোভাব কাটিয়ে সাপে কাটা রোগীকে বরাবর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ