Advertisement
Advertisement
Bangaon

আড্ডার ঠেকে বাতকর্ম নিয়ে বিবাদ! পিসতুতো দাদার ‘মারে’ মৃত্যু নাবালক ভাইয়ের, উত্তেজনা এলাকায়

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Minor brother dies after being 'beaten' by his cousin in Bangaon

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 24, 2025 7:35 pm
  • Updated:September 24, 2025 7:38 pm   

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি! বাতকর্মকে কেন্দ্র করে বিবাদ। পিসতুতো দাদার মারে প্রাণ গেল মামাতো ভাইয়ের। ঘটনাটি ঘটেছে বনগাঁর গোপালনগরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

মৃত নাবালকের নাম প্রদীপ ব্যাদ। বয়স ১৫ বছর। সে গোপালনগর থানার কামদেবপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে ১১ নম্বর রেলগেট এলাকায় পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছিল সে। সেখানে উপস্থিত ছিলেন পিসতুতো দাদা সূর্য ব্যাদ। তাঁর বয়স ১৮। তখনই প্রদীপের বাতকর্ম নিয়ে হাসাহাসি শুরু করেন সূর্য। তা সহ্য না করতে পেরে বিবাদ লাগে দাদা-ভাইয়ের। তা থেকে হাতাহাতি। অভিযোগ, সেই সময় সূর্য চড়াও হয় প্রদীপের উপর। অভিযোগ মামাতো ভাই প্রদীপের বুকে জোরে জোরে ঘুষি মারতে থাকেন সূর্য ব্যাদ। বুকের ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রদীপ। ছুটে আসে অন্য বন্ধুরা। তড়িঘড়ি প্রদীপকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত সূর্যের বাড়িতে চড়াও হন স্থানীয়রা। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সূর্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত নাবালকের পরিবার। তদন্তে নেমে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। আজ, বুধবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ