Advertisement
Advertisement
Canning

আইটিআই-তে পূর্ব ভারতের মধ্যে প্রথম, ক্যানিংয়ের সায়নকে সংশাপত্র দিলেন মোদি

৬০০-এর মধ্যে ৬০০ নম্বরই পেয়েছেন তিনি।

Modi gives certificate to Canning's Sayan, first ITI in Eastern India

সংশাপত্র দিচ্ছেন প্রধানমন্ত্রী।

Published by: Suhrid Das
  • Posted:October 8, 2025 4:56 pm
  • Updated:October 8, 2025 5:39 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পরিবারের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল নয়। মা গ্রামের আশাকর্মী। বাবার ছোট্ট একটি পান-বিড়ির দোকান আছে। ছোট থেকেই মেধাবী সায়নের পড়াশোনার প্রতি একটুকুও খামতি ছিল না। বরাবর ভালো ফল করে এসেছেন তিনি। এবার আইটিআই-তে সকলকেই তাক লাগিয়ে দিয়েছেন। আইটিআই-তে পূর্ব ভারতে প্রথম স্থান অধিকার করেছেন সায়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে সংশাপত্র নিলেন দক্ষিণ ২৪ পরগনার তালদির সায়ন নস্কর। ছেলের সাফল্য, কৃতিত্বে গর্বিত বাবা-মাও।

Advertisement

তালদি এলাকার ছোট্ট বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বাস সায়নের। মা রিনা নস্কর আশাকর্মী। বাবা সুব্রত নস্করের তালদি বাজারে একটি ছোট্ট পান-বিড়ির দোকান আছে। সংসার চালাতে বাবা-মা অনেক সময়ই হিমশিম খেয়েছেন। বাবা-মায়ের পরিশ্রম ছোট থেকেই দেখে এসেছেন সায়ন। ছোট থেকে বরাবরই মেধাবী। সেজন্য ছেলের পড়াশোনার জন্য এতটুকু কার্পণ্য করেননি বাবা-মা। স্কুলের পড়াশোনা শেষের পর ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে ভর্তি হন তিনি। গ্রাজুয়েশন শেষ করার পর ক্যানিং এক নম্বর ব্লকের আইটিআই কলেজে ভর্তি হন। কম্পিউটার অপারেটিং অ্যান্ড প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা শুরু হয়।

এক বছর পর পরীক্ষায় বসেছিলেন তিনি। এবছর জুলাই মাসে পরীক্ষা হয়। সেই ফলাফলও প্রকাশ হয় সেপ্টেম্বর মাসে। দেখা যায়, ৬০০-এর মধ্যে ৬০০ নম্বর পেয়েছেন তিনি। জানা যায়, পূর্ব ভারতের মধ্যে প্রথম হয়েছেন সায়ন। প্রতি বছর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেন, আইটিআই-তে তাঁদের সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী। এবছর ৪ অক্টোবর, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজ্ঞান ভবনে আইটিআই-তে সারা ভারতের কৃতিদের সংবর্ধনা জানিয়েছেন। তার মধ্যে সায়ন নস্করকেও সংবর্ধনা জানানো হয়েছে। মোদির হাত থেকে সংশাপত্র নিয়েছেন তিনি। সায়ন এই মুহূর্তে রেলের চাকরির জন্য পড়াশোনা করছেন।

গত বছরও ক্যানিংয়ের আইটিআই থেকে প্রথম স্থান অধিকার করেছিল এক ছাত্র। তিনিও কম্পিউটার অপারেটিংয়ে সারা ভারতের মধ্যে প্রথম হয়েছিলেন। এবারও দেশের মধ্যে প্রথম হলেন ক্যানিংয়ের এক নম্বর ব্লকের আইটিআই কলেজের ছাত্র। শুধু তাই নয়, বেশ কয়েকজন ছাত্রছাত্রী যথেষ্ট ভালো ফলাফল করেছে এই আইটিআই কলেজ থেকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ