Advertisement
Advertisement
Abhishek Banerjee

৫ দিনে ৫৮ হাজারেরও বেশি! নিখরচায় চিকিৎসা পরিষেবায় বিরাট সাফল্য অভিষেকের সেবাশ্রয়ের

'সেবাশ্রয়ে' আমজনতার আনাগোনা দেখে আপ্লুত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

More than 58 thousand patients treated at Abhishek Banerjee's Sebaashray

সেবাশ্রয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:January 7, 2025 3:05 pm
  • Updated:January 7, 2025 3:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমজনতার দুয়ারে পৌঁছে গিয়েছে চিকিৎসা। ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে গত ৫ দিনে বিনামূল্য়ে চিকিৎসা পেয়েছেন ৫৮ হাজারের বেশি মানুষ। ওষুধ দেওয়া হয়েছে বিনামূল্যে। এমনকী, প্রয়োজনমাফিক স্পেশাল হাসপাতালেও রেফার করা হয়েছে বহু রোগীকে। ‘সেবাশ্রয়ে’ আমজনতার আনাগোনা দেখে আপ্লুত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisement

বৃহস্পতিবারই ডায়মন্ডহারবার এসডিও গ্রাউন্ডে ‘সেবাশ্রয়’ প্রকল্পের উদ্বোধন করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের উদ্বোধন করে তিনি আশাপ্রকাশ করেন কোভিডকালে মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিয়ে ‘ডায়মন্ড হারবার মডেল’ সারা দেশে যেমন নজির সৃষ্টি করেছিল, এই ‘সেবাশ্রয়’ প্রকল্পও আরও একবার দেশে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। প্রতিদিন কত রোগী সেবাশ্রয়ে আসছেন, কতজনের চিকিৎসা হচ্ছে, কতজনকে রেফার করা হয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরছেন খোদ অভিষেকই।

 

তথ্য অনুযায়ী, গত পাঁচদিনে সেবাশ্রয়ের ৪১ ক্যাম্পে পরিষেবা পেয়েছেন ৫৮ হাজার ৫৮২ জন। বিনামূল্যে ৩২ হাজার ৬৭ জনের বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয়েছে। রোগ বুঝে ১ হাজার ৩৩২ জন রোগীকে স্পেশাল হাসপাতালে রেফারও করা হয়েছে। সবমিলিয়ে ডায়মন্ড হারবারে ব্যাপক সাড়া ফেলেছে এই সেবাশ্রয়। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত মোট ৪১ টি শিবির চলার পর একে একে অন্যান্য ছটি বিধানসভা কেন্দ্র –ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, বজবজ, মেটিয়াবুরুজ ও মহেশতলায় গড়ে ৪০-৪৫ টি করে শিবির চলবে। প্রতি বিধানসভা কেন্দ্রে দশদিন করে শিবির চলবে। সকল বিধানসভায় ৭০ দিন ধরে শিবির চলার পর আগামী ১৬-২০ মার্চ পাঁচ দিন প্রতি শিবিরেই একসঙ্গে চলবে মেগা ক্যাম্প।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ