ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সেবাশ্রয়’ শিবিরে ৫০ দিনে উপকৃত হলেন প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ। শুক্রবারই এ ব্যাপারে এক্স হ্যান্ডেলে জানান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই শিবিরে কৃতি মান্না ও আলতাফের মতো শিশু থেকে শুরু করে, বহু বয়স্ক নাগরিক তাঁদের স্পষ্ট দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। সেবাশ্রয়ের প্রতিটি স্বেচ্ছাসেবক ও চিকিৎসক মানুষের জীবনে আনন্দ আনতে তৎপর। ৯ বছর বয়সি শিশু আলতাফের জেআইএমএস হাসপাতালে বিশেষ হার্ট সার্জারি হয়েছে। জানানো হয়েছে, কোনও রোগীর ভিনরাজ্যে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে, ব্যবস্থা করতে দেরি হবে না।
For 50 days, our doctors, nurses and volunteers have been on the ground TREATING PATIENTS, RESTORING DIGNITY, ALLEVIATING SUFFERING, and INSTILLING HOPE. I have been closely monitoring every development, tracking progress meticulously and not once have I sensed fatigue or…
— Abhishek Banerjee (@abhishekaitc)
গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। শিবির শুরু হয় ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে। প্রথমদিন সাংসদ নিজে ওই শিবির সরেজমিনে খতিয়ে দেখেছিলেন। তারপর থেকেই সাধারণ মানুষের কাছে আশীর্বাদের মতোই হয়ে উঠেছে সেবাশ্রয়। প্রকল্পের মাত্র ৫০ দিনের মধ্যেই লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দিতে পারায় খুশি অভিষেকও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.