Advertisement
Advertisement
Bongaon

নিজের সন্তানকে অ্যাসিড খাইয়ে ‘খুনের চেষ্টা’ মায়ের, বনগাঁয় শোরগোল

বনগাঁ থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Mother attempt to murder her child in Bongaon

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:September 4, 2025 12:08 am
  • Updated:September 4, 2025 12:08 am   

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কথায় বলে, কুপুত্র যদিবা হয় কুমাতা কখনও হয়। তবে আপ্তবাক্যকেও যেন মিথ্যা প্রমাণ করল বনগাঁ থানার নকপুল কাটাবাগান এলাকার ঘটনা। নিজের সন্তানকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। বনগাঁ থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত মা তপতী বাড়ুই। ২০১৯ সালে অমিতোষ বারুইয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। অমিতেশবাবুর প্রথম পক্ষের স্ত্রী ছিলেন। দীর্ঘ অসুস্থতার কারণে মৃত্যু হয় তাঁর। তারপরেই তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। কর্মসূত্রে অমিতেশ সৌদি আরব থাকেন। তপতী তাঁর এক বছর এক মাসের সন্তানকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টা করেন বলেই অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, নিজেও অ্যাসিড খান। প্রতিবেশীরাই মা ও সন্তানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে ভর্তিও করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।

প্রতিবেশীদের দাবি, পারিবারিক অশান্তির জেরে সম্ভবত এমন কাজ করেছেন তপতী। তবে কী কারণে পারিবারিক অশান্তি চলছিল তাঁদের, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় বনগাঁ থানায় ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সাংসারিক অশান্তি নাকি অন্য কোন কারণ লুকিয়ে রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ