Advertisement
Advertisement

Breaking News

Maheshtala

মহেশতলা কাণ্ডের ২১ দিন পরও নিখোঁজ কিশোর, রবীন্দ্রনগর থানার সামনে অঝোরে কান্না মায়ের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চান তিনি।

Mother cries in front of Rabindranagar police station to find missing son in Maheshtala case

থানার বাইরে বসে আসেন কিশোরের মা।

Published by: Suhrid Das
  • Posted:June 20, 2025 7:37 pm
  • Updated:June 20, 2025 7:37 pm  

সুরজিত দেব, ডায়মন্ড হারবার: ‘চুরি’র অপবাদ দিয়ে কিশোরকে উলটো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ উঠেছিল মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকার একটি কারখানায়। সেই ঘটনার কথা পরে জানাজানি হয়। পুলিশ তদন্তে নেমে কারখানার মালিক-সহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা ওই কিশোর। ঘটনার পর ২১ দিন হয়ে গেলেও তার কোনও খোঁজ মিলছে। এবার রবীন্দ্রনগর থানার সামনে ছেলেকে ফিরে পেতে বসে থাকলেন মা। কান্নায় ভেঙে পড়লেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চান তিনি।

Advertisement

এদিন নিখোঁজ নাবালকের খোঁজ পেতে রবীন্দ্রনগর থানায় গিয়েছিলেন কিশোরের মা আসিনা বিবি, দুই কাকা লাল মহম্মদ ও সঞ্জু আলম, নিখোঁজ কিশোরের দিদি নুরী খাতুন এবং দাদা আসিরুল। দ্রুত ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে এদিনই উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে তাঁরা এসেছেন। থানার সামনেই বসে পড়েন কিশোরের মা আসিনা বিবি। কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলেকে ফিরে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি। পুলিশকর্মীরা সেখানে গিয়ে ওই মহিলাকে থানার ভিতরে নিয়ে যান। আসিনা বিবি বলেন, “মুখ্যমন্ত্রীকে বলতে চাই, দিদি আমার ছেলেকে খুঁজে দিন। ও মোবাইল চুরি করেনি। এক মাস কাজ করে পারিশ্রমিকের টাকা চেয়েছিল বলেই মিথ্যে চুরির অভিযোগ করে আমার ছেলের উপর অত্যাচার করা হয়েছে।”

নিখোঁজের কাকা লাল মহম্মদ এই ঘটনায় সিবিআই তদন্তেরও ইচ্ছাপ্রকাশ করেন। তিনি জানান, তাঁর আরেক ভাইপো ১৫ বছরের কিশোর ওইন একই কারখানায় কাজ করত। সে এখন হোমে রয়েছে। তাকে নিয়ে দিন কয়েক পরেই ইসলামপুরের বাড়িতে ফিরবেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement