Advertisement
Advertisement
Bongaon

ছেলের অনুপস্থিতিতে বউমাকে লাগাতার অত্যাচার! বিষ খাইয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার শাশুড়ি

ঘটনায় আর কারা যুক্ত, সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

Mother-in-law arrested for murdering daughter-in-law in Bangaon

ধৃতকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:August 1, 2025 4:12 pm
  • Updated:August 1, 2025 4:12 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: স্বামী কর্মসূত্রে বিদেশে থাকেন। অভিযোগ, স্ত্রীর উপর শ্বশুরবাড়িতে চলত নিদারুণ অত্যাচার। বউমাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ শাশুড়ি ভারতী মজুমদারকে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁয়।

Advertisement

মসলন্দপুরের বাসিন্দা পল্লবী মজুমদারের সঙ্গে বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছিল গাইঘাটার গাজিপুরে। পল্লবীর স্বামী কর্মসূত্রে মালয়েশিয়া থাকেন। শ্বশুর-শাশুড়ির সঙ্গেই পল্লবী থাকতেন। অভিযোগ, শ্বশুরবাড়িতে পুত্রবধূর উপর অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ির লোকজন। পল্লবীর বাপেরবাড়ির লোকজন এই বিষয়ে প্রতিবাদ করলেও অভিযুক্তরা সেই কথা কানে তোলেননি বলে অভিযোগ। অভিযোগ, বৃহস্পতিবার সেই অত্যাচারের মাত্রা বাড়লে বউমাকে বিষ খাওয়ানোর অভিযোগ ওঠে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে।

ঘটনার কথা জানাজানি হয়। খবর দেওয়া হয় পল্লবীর বাপেরবাড়িতেও। ওই বধূকে উদ্ধার করে প্রথমে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে তাঁর শারীরিক অবস্থা আরও আশঙ্কানজক হয়। ওই বধূকে সেখান থেকে বারাসতেরই একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি মারা যায়।

মৃতার পরিবারের অভিযোগ, শাশুড়ি ভারতী মজুমদার-সহ শ্বশুরবাড়ির অত্যাচারেই প্রাণ গিয়েছে মেয়ের। মৃতার বাপেরবাড়ির তরফে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত শাশুড়ি ভারতী মজুমদারকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ, শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনায় আর কারা যুক্ত, সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement