Advertisement
Advertisement

Breaking News

Jalpaiguri

পারিবারিক অশান্তির জের! ময়নাগুড়িতে ৫ মাসের শিশুকন্যাকে ‘খুন’ করে আত্মহত্যার চেষ্টা মায়ের

গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন যুবতী।

Mother killed 5 month daughter in jalpaiguri

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 1, 2025 4:50 pm
  • Updated:June 1, 2025 5:23 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: পাঁচমাসের কন্যাকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের! গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন যুবতী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গৃহবধূ কেন এমন কাণ্ড ঘটালেন তা নিয়ে অবাক পরিবার থেকে পাড়া প্রতিবেশীরা। তবে প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন মহিলা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৃহবধূর নাম মৌমিতা রায়। তিনি জলপাইগুড়ির ময়নাগুড়ি মাধবডাঙা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। বছর দুয়েক আগে তাঁর বিয়ে হয় স্থানীয় বাসিন্দা মলিন রায়ের সঙ্গে। মলিন পেশায় দিনমজুর। মাস পাঁচেক আগে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এদিন স্বামী কাজে গেলে শিশুকন্যার সঙ্গে বাড়িতে ছিলেন মৌমিতা। অভিযোগ সেই সময় শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের পর নিজের গলা ও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মলিন বাড়িতে ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। অন্যদিকে পড়ে রয়েছে তাঁদের সন্তান।

মলিনের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই হাসপাতালে নিয়ে যায় মৌমিতা ও শিশুকন্যাকে। শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৌমিতাকে উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। শিশুকন্যার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী কারণে এই ঘটালেন ওই গৃহবধূ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্বামী মলিনও কিছু বুঝতে পারছেন না বলে জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement