Advertisement
Advertisement
Jalpaiguri

ঘরে দানা পর্যন্ত নেই! ‘অভাবের তাড়নায়’ খিদেয় কাতর একরত্তিতে নদীতে ফেলল মা

স্বামীর কাজ নেই দীর্ঘদিন ধরে।

Mother throws child into river in Jalpaiguri

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:June 30, 2025 12:37 pm
  • Updated:June 30, 2025 1:17 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: সংসারে নিত্যদিন ‘অভাব’। কাজ নেই দীর্ঘদিন। নিজেদের খাবার তো নেইই। একরত্তি শিশুর জন্যও খাবার নেই ঘরে! খিদের জ্বালায় শিশু কেঁদেই যাচ্ছিল। কোনও সুরাহা না পেয়ে শেষপর্যন্ত কোলের শিশুকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিল মা! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। ঘটনা দেখে নদী থেকে ওই শিশুকে স্থানীয়রা উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে, গতকাল, রবিবার বিকালে।

ময়নাগুড়ির তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় বাস ওই পরিবারের। বিপুল বাওয়ালি ও সীমার দীর্ঘদিন বিয়ে হয়েছে। তাঁদের তিন বছরের এক কন্যা সন্তান ও দেড় বছরের এক পুত্র রয়েছে। বিপুল বাওয়ালি পেশায় কাঠমিস্ত্রী। বেশ কিছুদিন ধরেই তাঁর কোনও কাজ নেই। ফলে জমানো টাকাও শেষ হতে থাকে। কিন্তু সেই টাকাও শেষ হয়ে যায়। কোনওভাবেই কাজের কোনও সুরাহা হয়নি। এদিকে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার মতো দানাটাও ঘরে আর নেই। একপ্রকার না খেয়েই দিন কাটাচ্ছিলেন ওই পরিবারের সকলে।

রবিবার সকাল থেকেই দেড় বছরের ছেলে খিদের জ্বালায় কেঁদে যাচ্ছিল। কোনওভাবেই তাঁকে থামাতে পারেননি মা। উপায় না দেখে শেষপর্যন্ত ছেলেকে নিয়ে বিকেলে তিস্তানদীর পাড়ে চলে যান সীমা। তিস্তায় ছেলেকে ছুড়ে ফেলে দেন তিনি। সেসময় নদীর ধারে স্থানীয়রা ছিলেন। ঘটনা দেখে তাঁরা হতচকিত হয়ে গিয়েছিলেন। স্থানীয়রাই নদীতে ঝাঁপ দিয়ে ওই শিশুকে উদ্ধার করে নিয়ে আসেন। শিশুটির প্রাথমিক চিকিৎসা করা হয়। শিশুটি সুস্থ আছে বলেই খবর। ঘটনায় সম্পূর্ণ ভেঙে পড়েছেন শিশুটির মা। কেঁদেই চলেছেন দীর্ঘক্ষণ। ঘরে কোনও খাবার না থাকায় এই কাজ করেছেন তিনি। এমনই জানিয়েছেন সীমা বাওয়ালি। থানায় বিষয়টি জানান হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement