অর্ণব দাস, বারাকপুর: এসআইআর বিরোধিতায় সুর আরও চড়ালেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। শনিবার নৈহাটির এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানালেন, বৈধ ভোটারদের কারও নাম বাদ গেলে আইনি লড়াইয়ের পাশাপাশি সাংগঠনিক স্তরেও সমীক্ষা করবে তৃণমূল। বাড়ি বাড়ি গিয়ে দেখা হবে কোনও তাঁদের কাগজপত্র নিয়ে কী সমস্যা আছে, তা জানতে চাইবে দল। সেইমতো পদক্ষেপ করা হবে।
শনিবার অর্জুন সিংয়ের ‘গড়’ ভাটপাড়ার একাধিক বিজেপি ও বিজেপি মনোভাবাপন্ন নেতা, কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ভাটপাড়ার বিজেপি নেতা মুকেশ যাদব, আকাশ সাউ, দীপক প্রসাদ-সহ হাজিনগরে বিজেপির উত্থানের মূল কারিগর হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তা হংসরাজ সিং। সদলবদলে তাঁরা যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। ভাটপাড়ার বিধায়ক সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, সনৎ দে’র উপস্থিতিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ তথা বারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক। ফলে ছাব্বিশের ভোটের আগে এই এলাকায় আরও শক্তিবৃদ্ধি হল শাসকদলের।
এরপরই সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে এসআইআর নিয়ে সরব হন পার্থ ভৌমিক। তাঁর কথায়, “কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাংগঠনিকভাবেও আমরা বাড়ি বাড়ি যাব। দেখব কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়ছে কি না। তাঁদের কাগজপত্রে কী অসুবিধা আছে, তা জানবো। এটাই সংগঠনেরই কাজ। সংগঠনেরই দায়িত্ব, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো।” তাঁর আরও প্রশ্ন, ”এসআইআর সারা দেশে একসঙ্গে হবে না কেন? কেন বেছে বেছে নির্বাচনের আগেই নির্দিষ্ট রাজ্যগুলিতে তা করা হবে? বিজেপি নেতারা বলছেন, এত কোটি নাম বাদ যাবে। নির্বাচনে কমিশনের কাজ বিজেপি বলছে। তাহলে কি নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠন?” ছাব্বিশের ভোটে তৃণমূলের লড়াইয়ের মূল হাতিয়ার হতে চলেছে এসআইআর। আর তা নিয়ে এখন থেকেই সুর ক্রমশ চড়াচ্ছে শাসকশিবির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.