Advertisement
Advertisement
Purulia

টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, পুরুলিয়ায় মৃত দম্পতি-সহ ৩

জখম আরও ৩।

Mud house collapsed in Purulia, 3 people died, 3 injured
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 15, 2025 12:40 pm
  • Updated:July 15, 2025 1:18 pm   

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভাসছে বাংলা। টানা বৃষ্টিতে মঙ্গলবার পুরুলিয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। চাপা পড়ে মৃত্যু হল ৩ জনের। জখম আরও ৩। তাঁদের পাঠানো হয়েছে হাসপাতালে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

কয়েকদিন ধরেই সমস্ত জেলার মতোই বৃষ্টি চলছে পুরুলিয়ায়। মঙ্গলবার সকালে আচমকাই দুর্ঘটনা। টামনা থানা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। চাপা পড়েন মোট ৬ জন। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়। সকলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, মৃতদের নাম অমিত তাঁতি, তাঁর স্ত্রী রিমঝিম শবর ও বিনতি শবর। জানা গিয়েছে, অমিত তাঁতির বাড়ি রায়গঞ্জ। সম্ভবত পুরুলিয়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেই ঘটে গেল ভয়ংকর কাণ্ড।

জানা যাচ্ছে. আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। আপাতত সকলেই বিপন্মুক্ত। তবে এই ঘটনায়ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা। টামনা থানা এলাকার শালবাগানে একাধিক মাটির বাড়ি রয়েছে। স্বাভাবিকভাবেই ঘুম উড়েছে তাঁদের।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ