অমিতলাল সিং দেও, মানবাজার: এরই নাম কপাল! টানা বৃষ্টিতে বাড়ি ভেঙে মাটিতে মিশে গেলেও বরাত জোরে বেঁচে গেল তিন প্রজন্মের তিনজন। বৃদ্ধ, তাঁর ছেলে ও নাতনি। তিনজনই বর্তমানে হাসপাতালে, তবে বিপন্মুক্ত।
মঙ্গলবার স্থানীয় সিভিক ভলান্টিয়ার মারফত টামনা থানা এলাকায় একটি মাটির বাড়ি ভেঙে পড়ার খবর পায় পুলিশ। প্রথমে তারা বুঝতেও পারেনি যে সেখানে ৬ জন চাপা পড়ে আছেন। সিভিক ভলান্টিয়াররা এক এক করে খলা, কাঠ ও মাটি সরানোর পর দেখেন চাপা পড়ে আছেন বেশ কয়েকজন। তড়িঘড়ি হাত চালিয়ে ভেঙে পড়া খাটিয়া থেকে বৃদ্ধ ও তাঁর নাতনিকে উদ্ধার করে। ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার হন মোট ৬ জন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। দাদু-নাতনি-সহ ওই পরিবারের তিন প্রজন্ম বেঁচে যাওয়ায় এলাকার মানুষজন বলছেন, রাখে হরি মারে কে!
প্রসঙ্গত, প্রায় ২৫ বছর ধরে বনদপ্তরের এক চিলতে জমিতে একটি মাত্র মাটির ছোট্ট ঘরে দলুই-এর সংসার। ওই বাড়ি থেকে মাইক ফুঁকলেও সামনের কোনও গ্রামে আওয়াজ পৌঁছানো যাবে কি না সন্দেহ! ফলে দুর্ঘটনার খবর থানায় পৌঁছতেও অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.