Advertisement
Advertisement
Basirhat

দাদার ‘খুনে’র বদলা নিতে পরপর গুলি! বসিরহাটে অল্পের জন্য প্রাণে রক্ষা তৃণমূল কর্মীর

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Multiple shots fired at home! TMC worker narrowly escapes death in Basirhat

ছবি: প্রতীকী

Published by: Suhrid Das
  • Posted:August 11, 2025 5:43 pm
  • Updated:August 11, 2025 5:55 pm   

গোবিন্দ রায়, বসিরহাট: মাস কয়েক আগে তৃণমূল কর্মীকে গুলি করে ‘খুন’ করা হয়েছিল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। এবার আরও এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে চলল গুলি! দুষ্কৃতী হামলা থেকে কোনওরকমে রক্ষা পেলেন ওই তৃণমূল কর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দাদার ‘খুনে’র বদলা নিতে এই হামলা? সেই প্রশ্ন উঠেছে। 

Advertisement

বসিরহাটের গোটরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘোনা গ্রামে বাড়ি তৃণমূল কর্মী মইদুল শেখের। সোমবার ভোররাতে ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা! বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের থেকে প্রাণ বাঁচাতে কোনওরকমে লুকিয়ে পড়েন মইদুল। দরজায় গুলি লাগে বলে অভিযোগ। স্থানীয়রা আওয়াজে বেরিয়ে এলে দুষ্কৃতীরা এলাকা ছাড়ে। ঘটনায় আতঙ্কিত ওই তৃণমূল কর্মী ও পরিবার। বসিরহাট থানায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই ‘খুন’ হয়েছিলেন এলাকার সক্রিয় তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজি। চায়ের দোকানের সামনে তাঁকে মাথায় গুলি করে পালায় দুষ্কৃতীরা। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেই ঘটনাইয় গ্রেপ্তার হন দুই দুষ্কৃতী। যদিও মূল অভিযুক্ত এখনও পলাতক বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে এখনও এলাকায় চাপা আতঙ্ক আছে। তারই মধ্যে সোমবার ভোররাতে এই হামলার ঘটনা ঘটল। যদিও ঘটনায় অভিযোগের তীর, মৃত আনোয়ার হোসেন গাজির ভাই জাকির হোসেন গাজির দিকে। কিন্তু কী কারণে এই হামলা, জানা যায়নি। যদিও জাকির হোসেন গাজির দাবি, পরিকল্পনা করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ফাঁসানো হচ্ছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ