Advertisement
Advertisement
Murshidabad

ইউটিউব দেখে খেলনা তৈরি করতে গিয়ে অঘটন! মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুু কিশোরের

বারবার মূর্ছা যাচ্ছেন মৃত কিশোরের মা।

Murshidabad boy electrocuted after trying to make toys
Published by: Subhankar Patra
  • Posted:June 15, 2025 4:46 pm
  • Updated:June 15, 2025 4:46 pm  

অতুলচন্দ্র নাগ, ডোমকল: ইউটিউব দেখে খেলনা তৈরি শখ। কয়েকটি খেলনা সেইভাবে তৈরিও করেছিল কিশোর। কিন্তু সেই শখই কাল হল! খেলনা তৈরির সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার হালদারপাড়ায়।

মৃত কিশোরের নাম বিপ্লব হালদার। বয়স ১৩ বছর। সে হালদার পাড়ার বাসিন্দা। সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল বিপ্লব। মেধাবী ছাত্র হিসাবেই পাড়ার পরিচিত ছিল বিপ্লব। পড়াশোনার পাশাপাশি শখ ছিল ইউটিউব দেখে খেলনা তৈরির।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আগেও বেশ কয়েকটি খেলনা তৈরি করেছিল বিপ্লব। সেই মতো আরও একটি খেলনা তৈরি করছিল সে। এতে আপত্তির কিছু দেখেনি বাবা-মা। বাধাও দেননি। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। শনিবার খেলনা গাড়ির চাকা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় সে। বাড়ির লোক তড়িঘড়ি তাকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃতের বাবা বাপন হালদার বলেন, “ইউটিউব দেখে খেলনা তৈরির শখ ছিল ছেলের। এর আগেও কয়েকটা তৈরিও করেছিল। এদিনও আবার একটি খেলনা গাড়ির চাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায়।” মেধাবী ছাত্রের অকালে মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। বারবার মূর্ছা যাচ্ছেন বিপ্লবের মা। শোকহত বাবা। শোকের ছায়া এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement