Advertisement
Advertisement
Murshidabad

ভিনরাজ্যে বাঙালি ‘হেনস্তা’র মাঝেই চেন্নাইয়ে মুর্শিদাবাদের শ্রমিকের রহস্যমৃত্যু! ঘনাচ্ছে রহস্য

মঙ্গলবার রাতে মৃত্যু সংবাদ পৌঁছয় যুবকের পরিবার।

Murshidabad youth died in Chennai

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 13, 2025 11:27 am
  • Updated:August 13, 2025 12:14 pm   

সংবাদ প্রতদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বাঙালি হেনস্তা নিয়ে সরগরম রাজ্য়-রাজনীতি। এই পরিস্থিতিতে চেন্নাইয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের যুবকের। উদ্ধার ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও পরিবারের দাবি খুন করা হয়েছে যুবককে। কারণ, মৃতের পা নাকি মাটি ছুঁয়েছিল। মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। 

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম সাদ্দাম হোসেন। তাঁর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ার স্বরূপনগরে। মাস তিনেক আগে রাজমিস্ত্রির কাজে চেন্নাই যান তিনি। স্বাভাবিকছন্দেই চলছিল সবকিছু। সোমবার রাতে মায়ের সঙ্গে ফোনে কথাও বলেন সাদ্দাম। জানিয়েছিলেন, টাকা পেয়েছেন। কিন্তু পাঠাতে পারছেন না কোনও কারণে। আধার কার্ডের ছবি পাঠাতেও বলেন তিনি। রাতে স্ত্রী ফোন করেন সাদ্দামকে। সেই ফোন ধরেননি যুবক। স্বাভাবিকভাবেই চিন্তা গ্রাস করে তাঁদের।

মঙ্গলবার চেন্নাই থেকে সাদ্দামের বাড়িতে ফোন করে যুবকের মৃত্যু সংবাদ দেওয়া হয়। সেইসঙ্গে একটি ছবি পাঠানো হয়। সেখানে দেখা যায়, সাদ্দামের ঝুলন্ত দেহ, পা মাটি স্পর্শ করে রয়েছে। এতেই পরিবারের সন্দেহ যে খুন করা হয়েছে সাদ্দামকে। জানা গিয়েছে, চেন্নাই পুলিশের তরফে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এদিকে দেহ বাড়ি ফেরার অপেক্ষায় পরিবার। ঘটনার পর্যাপ্ত তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ