বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: মূক ও বধির তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত বৃদ্ধের বয়স ৭০ বছর। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার দৌলা কালীতলা গ্রামে।
[ অপেক্ষার অবসান, ৩ দিনের মধ্যেই বর্ষা আসছে উত্তরবঙ্গে ]
নির্যাতিতা ওই তরুণীর বয়স ২৫ বছর। অভিযুক্ত বৃদ্ধের নাম পবিত্র গায়েন। তরুণী বৃদ্ধের প্রতিবেশী বলে জানা গিয়েছে। সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধের স্ত্রী আগেই মারা গিয়েছেন। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে সে ছাড়া আর কেউ থাকে না। তার বাড়ির পাশেই পঁচিশ বছরের ওই মূক ও বধির তরুণীর বাড়ি। তরুণীর মায়ের অভিযোগ, “আমার মেয়ে এমনিতেই কথা বলতে পারে না। কানেও শুনতে পায় না। মাথারও কিছু গোলমাল রয়েছে। যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। আমরাই খোঁজ খবর ধরে বাড়িতে নিয়ে আসি। তিনদিন আগে একইরকমভাবে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিল সে। রাত আটটা নাগাদ বাড়ি ফেরে। ওই দিন বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী পবিত্র গায়েন আমার মেয়েকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়।”
[ সমাজবিরোধীদের দৌরাত্ম্যে তিতিবিরক্ত মানুষ, চুঁচুড়ায় বিক্ষোভের মুখে বিধায়ক ]
এরপরই ধর্ষণের অভিযোগ তুলে তিনিl জানান, ওই দিন রাতে বাড়ি ফেরার পর আকার ইঙ্গিতে ধর্ষণের কথা বলে তাঁর মেয়ে। এও জানান, পবিত্র গায়েন তাঁকে ধর্ষণ করেছে। পরদিনই নির্যাতিতার পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার পর থেকেই সে পলাতক। তবে তল্লাশি চলছে। ওই তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তবে তাঁর শরীরে ধর্ষণের চিহ্ন পাওয়া গিয়েছে কি না, তা স্পষ্ট করেনি পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.