Advertisement
Advertisement
Kakdwip

কাকদ্বীপে বৃদ্ধের রহস্যমৃত্যু, ‘খুনি’ সন্দেহে স্ত্রীকে মারধর উত্তেজিত জনতার, তদন্তে পুলিশ

ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

Mysterious death of an old man in Kakdwip
Published by: Subhankar Patra
  • Posted:September 12, 2025 2:38 pm
  • Updated:September 12, 2025 8:29 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বৃদ্ধের রহস্যমৃত্যু! বাড়ির সামনে জড়ো হয়ে স্ত্রীকে দায়ী করে মারধর উত্তেজিত জনতার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম কানাই মিদ্যা। বয়স ৬৫ বছর। তিনি কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের গনেশপুরের খড়িমুঠা গ্রামের বাসিন্দা। বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েই তাঁর বাড়ির সামনে জড়ো হতে থাকেন স্থানীয়রা। কানাইবাবুর মৃত্যুর জন্য দায়ী করতে থাকেন তাঁর স্ত্রী চন্দনা মিদ্যাকে। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাকদ্বীপ থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে আক্রান্ত চন্দনাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বৃদ্ধের মৃত্যুর সঙ্গে তাঁর স্ত্রীর কোনও যোগ নেই। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

তবে বৃদ্ধের মৃত্যু কী করে হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বয়সের কারণে শারীরিক অসুস্থতা ছিলই। সেই কারণেই মৃত্যু না কি, অন্য কারণ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ