Advertisement
Advertisement
IIT Kharagpur

ফের খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে পড়ুয়ার রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার দেহ

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

mysterious death of student at IIT Kharagpur campus
Published by: Suhrid Das
  • Posted:July 18, 2025 2:12 pm
  • Updated:July 18, 2025 2:31 pm   

অংশুপ্রতিম পাল: ফের খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনা ঘটল। ক্যাম্পাসের হস্টেল থেকে উদ্ধার হল ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। শুক্রবার ওই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম রিতম মণ্ডল। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রের ছিল বলে খবর। জানা গিয়েছে, গত সাতমাসে এই নিয়ে মোট চারজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল।

Advertisement

কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা রিতম মন্ডল খড়্গপুর আইআইটিতে পড়াশোনা করছিলেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবি ছাত্র হিসেবেও তিনি পরিচিত ছিলেন। আজ, শুক্রবার সকালে ক্যাম্পাসের হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ওই ছাত্রের মৃতদেহ। জানা গিয়েছে, ক্যাম্পাসের রাজেন্দ্রপ্রসাদ হল হস্টেলের দোতলার ঘরে থাকতেন ওই ছাত্র। এদিন সকাল থেকেই তাঁর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অন্যান্য পড়ুয়া তাঁকে ডাকাডাকি করেন। তাঁকে মোবাইল ফোনে কল করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

এরপরই ওই হস্টেলের নিরাপত্তারক্ষীকে খবর দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা সেখানে গিয়ে ডাকাডাকি করলেও রিতমের কোনও সাড়া পাওয়া যায়নি। এরপরই হিজলি পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই ঘরের দরজা ভাঙে। দেখা যায়, ঘরের ভিতর ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটিকে ‘আত্মহত্যা’ বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা জানাজানি হতেই ক্যাম্পাস চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারকেও খবর পাঠানো হয়েছে।

এই নিয়ে গত জানুয়ারি মাস থেকে এখন অবধি ক্যাম্পাসে চারজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল। কেন ঘটছে এই ঘটনা? পড়াশোনার অত্যধিক চাপ নাকি অন্য কোনও বিষয়? সেই প্রশ্ন উঠেছে ওয়াকিবহাল মহলে। খড়্গপুর আইআইটির ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের ঘটনা যাতে না হয়, সেজন্য চেষ্টা চালানো হচ্ছে। সচেতনা বাড়ানোর কাজ চলছে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ