Advertisement
Advertisement
Nadia

চুল কাটা নিয়ে বকাবকি! অভিমানে চরম সিদ্ধান্ত হরিণঘাটার কিশোরের

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Nadia minor boy allegedly killed himself
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 7, 2025 12:28 pm
  • Updated:August 7, 2025 12:28 pm   

সুবীর দাস, কল্যাণী: চুল কেটে বাড়ি ফিরতেই সামান্য বকাবকি করেছিলেন বাবা। বলেছিলেন, আশপাশের লোক দেখলে খারাপ বলবে। যার পরিণতি হল মর্মান্তিক। কয়েকঘণ্টার ব্যবধানে ঘর থেকে উদ্ধার কিশোরের ঝুলন্ত দেহ। অনুমান, অভিমানে আত্মঘাতী হয়েছে ওই কিশোর। ইতিমধ্য়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু তদন্ত।

Advertisement

জানা গিয়েছে, নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বারাসত পাড়ার বাসিন্দা বছর ১৪-এর উদয় দাস। বুধবার ওই কিশোর এলাকারই একটি সেলুনে গিয়ে চুল কাটে। কিন্তু সেই চুল কাটা তার বাবার পছন্দ হয়নি। তিনি ছেলেকে বলেন, “তুই এমন করে চুল কেটে এসেছিস কেন? লোকজন খারাপ বলবে।” বাবার বকুনি খেয়ে ফের ঠিক করে চুল কাটে সে। তাতে যে অভিমান জমেছে মনে তা বাড়ির কাউকে বিন্দুমাত্র কিছু বুঝতে দেয়নি কিশোর।

সন্ধ্যায় বাড়িতে একাই ছিল কিশোর। বাবা-মা ফিরতেই দেখেন ভয়ংকর দৃশ্য। দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছে ছেলে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। সত্যিই কি বকাবকির জেরেই এই ঘটনা, নাকি লুকিয়ে অন্য কারণ, তাও অজানা পরিবারের কাছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ