Advertisement
Advertisement
Nadia

ফোন করে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ! পুলিশের জালে ‘গুণধর’

ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কল্যাণীতে।

Nadia woman allegedly physically assulted, accused arrested

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 29, 2025 4:27 pm
  • Updated:June 29, 2025 4:27 pm   

সুবীর দাস, কল্যাণী: ফোন করে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে নদিয়ার কল্যাণী পুরসভা এলাকায়। অভিযোগ পাওয়ামাত্রই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

নদিয়ার কল্যাণী পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ১৯-এর ওই তরুণী। অন্যান্যদিনের মতোই শনিবার রাতে খাওয়াদাওয়া করে ঘুমোতে যান তিনি। একটা সময়ের পর পরিবারের সদস্যরা দেখেন তরুণী বাড়িতে নেই। সঙ্গে সঙ্গে খুঁজতে বের হন তাঁরা। তরুণীর মা এলাকার একটি স্কুলের পিছন দিক থেকে জামাকাপড় ছেঁড়া অবস্থা মেয়েকে বের হতে দেখেন। পিছন পিছন নেশাগ্রস্ত অবস্থায় বের হয় মুরাতিপুকুর এলাকার এক যুবক। তৎক্ষণাৎ যুবতীর মা যুবকের জামার কলার ধরে চড়-থাপ্পড় দেন। যুবককে আটকে রেখে খবর দেওয়া হয় কল্যাণী থানায়।

পুলিশ গেলে ওই যুবককে তুলে দেওয়া হয় তাঁদের হাতে। রবিবার সকালে ওই যুবকের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন তরুণী বাবা-মা। তাঁদের অভিযোগ, ফোন করে নির্যাতিতাকে ডেকে নিয়ে গিয়েছিল অভিযুক্ত। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কল্যাণী থানা। নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ