কৃষ্ণকুমার দাস ও রমণী বিশ্বাস: ঘরে বৃদ্ধ বাবা-মা। রয়েছেন স্ত্রী। ছোট দুই সন্তানের বাবা। প্রিয়জনদের ছেড়ে শহিদ বাংলার সেনা জওয়ান। উধমপুরে জঙ্গিদের সঙ্গে চলা গুলির লড়াইতে মৃত্যু বাংলার সেনা জওয়ানের। বৃহস্পতিবার দুঃসংবাদ পান তাঁর পরিবারের লোকজন। সে খবর শোনার পর থেকে শোকে পাথর তাঁর পরিবারের লোকজন।
নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ঝন্টু শেখ। বছর সাঁইত্রিশের ঝন্টু প্যারা কম্যান্ডো ছিলেন। বাড়িতে বৃদ্ধ বাবা ও মা। রয়েছেন দাদা, বউদি। গত ২০০৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তারই মাঝে সংসার পাতেন। স্ত্রী ও দুই সন্তানও রয়েছে তাঁর। বছর দেড়েক আগে কাশ্মীরে পোস্টিং। তাই স্ত্রী ও দুই সন্তানও কাশ্মীরেই থাকেন তাঁরা। ঝন্টু ছুটি পেলে মাঝেমধ্যে পাথরঘাটার বাড়িতে আসতেন। শেষবার ফেব্রুয়ারিতে পাথরঘাটার বাড়ি আসেন ঝন্টু ও তাঁর স্ত্রী-সন্তান। তারপর আর আসেননি। সে-ই শেষ আসা তা হয়তো কল্পনা করতে পারেননি কেউ।
বৃহস্পতিবার দুপুরে দুঃসংবাদ পান তাঁর পরিবারের লোকজন। বড় জাকে কাঁদতে কাঁদতে ফোন করেন ঝন্টুর স্ত্রী। তারপর ফোন পান ঝন্টুর দাদা। তিনি জানতে পারেন ছোট ভাই আর নেই। গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছেন। ঝন্টুর দাদাও ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে রয়েছেন কাশ্মীরে। তাই ফোন মারফৎ নিজের স্ত্রীকে দুঃসংবাদ জানান ঝন্টুর দাদা। বয়স্ক বাবা-মাকে এখনও এই খবর দেননি কেউ। তবে দেওরের মৃত্যু সংবাদ শোনার পর থেকে চোখের জলে ভাসছেন তাঁর বউদি অনিন্দিতা। সদ্যই পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে বাংলার তিনজন প্রাণ হারান। তার রেশ কাটতে না কাটতে ফের বাংলার যুবকের মৃত্যুতে শোকাহত সকলেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.