Advertisement
Advertisement
Nadia

জাতীয় যোগা প্রতিযোগিতায় সোনালি সাফল্য কৃষ্ণনগরের চতুর্থ শ্রেণির শ্রীতমার, পরের লক্ষ্য মালয়েশিয়া

শ্রীতমার সাফল্যে উচ্ছ্বসিত কৃষ্ণনগরবাসী।

Nadia's Sritama Biswas wins Medal in Yoga in National Level
Published by: Arpan Das
  • Posted:August 20, 2025 4:18 pm
  • Updated:August 20, 2025 4:18 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: বিশ্ব ফিটনেস ফেডারেশন অফ ন‍্যাশনাল যোগায় বিরাট সাফল্য নদিয়ার ক্রীড়াবিদদের। কৃষ্ণনগর আস্থা যোগা সেন্টারের একজন ও গোটা নদিয়া থেকে নয়জন কেরালার রাজীব গান্ধী ইন্দোর স্টেডিয়ামে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ ন‍্যাশানাল যোগা স্পোর্টসে যোগদান করেছিল। সেখানে সাব জুনিয়র বিভাগে শ্রীতমা বিশ্বাস, সিনিয়র বিভাগে প্রণতি বর্মনের পাশাপাশি সাফল্য এনে দেন বাংলার একাধিক ক্রীড়াবিদ।

Advertisement

কৃষ্ণনগর আস্থা যোগা সেন্টার থেকেই প্রতিবছরই অনেক ছাত্রছাত্রী যোগা কম্পিটিশনে অংশগ্রহণ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। কৃষ্ণনগর চাষাপাড়ার বাসিন্দা শ্রীতমা বিশ্বাস সাব জুনিয়র বিভাগে অর্থাৎ ট্রাডিশনালে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ ন‍্যাশনাল যোগা স্পোর্টসে সোনা ও ব্রোঞ্জ জেতে। অন্যদিকে সিনিয়র বিভাগে চ‍্যাম্পিয়ন অফ দ‍্য চ‍্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে নেয় প্রণতি বর্মন। এছাড়া বাংলার অন্য প্রতিযোগীরাও বিভিন্ন বিভাগে পদক জেতেন। পরের মাসেই নয়া প্রতিযোগিতায় নামবেন শ্রীতমা, প্রণতিরা। তবে এবার আর দেশের গণ্ডিতে নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগদান করতে এই নয়জন প্রতিযোগী পাড়ি জমাবে সূদুর মালয়েশিয়ায়।

Nadia's Sritama Biswas wins Medal in Yoga in National Level

কৃষ্ণনগর গর্ভমেন্ট গার্লস হাই স্কুলের ছাত্রী শ্রীতমা বর্তমানে ক্লাস ফোরে পড়ে। তার স্বপ্ন বড় হয়ে পুলিশ অফিসার হবে। স্বাভাবিকভাবেই তার সাফল্যে খুশির জোয়ার পরিবারে। শ্রীতমার জেতার বিষয়ে আশাবাদী ছিল পরিবারের সবাই। সোমবার সন্ধ্যায় সে বাড়ি ফিরেছে। মঙ্গলবার তার প্রতিষ্ঠানের তরফ থেকে শ্রীতমাকে মালা পরিয়ে, কেক কেটে সংবধর্না দেওয়া হয়। তার মা সুপর্ণা বিশ্বাস জানান, “আমাদের ছোট্ট মেয়ে বিজেতা হয়ে ফিরেছে। যা আমাদের পরিবারকে গর্বিত করেছে। আমরা সবসময় ওর পাশে আছি। প্রার্থনা করি, ও আরও এগিয়ে যাক। শুধু নিজের জন্য নয়, দেশের ও দশের জন্য লড়াই করে আরও সম্মান অর্জন করতে পারে।”

Nadia's Sritama Biswas wins Medal in Yoga in National Level

অন্যদিকে তার প্রতিষ্ঠানের কর্ণধার বিপাশা মুখোপাধ্যায় বলেছেন, “শ্রীতমার জন্য আমরা খুবই খুশি। এবার ও মালয়েশিয়ায় যাবে। সে যেন বিদেশে গিয়েও সেরা হতে পারে, দেশকে আরও খ্যাতি এনে দিতে পারে, এই প্রার্থনা করি। আশা করি শ্রীতমার লড়াই কৃষ্ণনগর তথা বাংলার সাধারণ মানুষকে সাহসিকতা জোগাবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ