Advertisement
Advertisement

Breaking News

PM Narendra Modi

পোস্টারে দলবদলকারী বিধায়ক সুমন কাঞ্জিলালের নাম! মোদির বঙ্গ সফরের শুরুতেই বিতর্ক

মোদির পোস্টারে নিজের নাম দেখে কোনও প্রতিক্রিয়া দেননি বিধায়ক।

Name of Alipurduar MLA Suman Kanjilal who left BJP to join TMC in PM Narendra Modi sparks controversy
Published by: Sucheta Sengupta
  • Posted:May 29, 2025 11:59 am
  • Updated:May 29, 2025 12:06 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের শুরুতেই বিতর্ক। বিজ্ঞাপনী পোস্টারে আলিপুরদুয়ারের দলবদলকারী বিধায়ক সুমন কাঞ্জিলালের নাম নিয়ে বিতর্ক শুরু হল। একুশের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তিনি। তবে ২ বছর পর, ২০২৩ সালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। সেই থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গেই রয়েছেন, দলীয় কর্মসূচিতে অংশ নেন। কিন্তু ছাব্বিশ বিধানসভার আগে প্রধানমন্ত্রী মোদির বঙ্গ সফরের বিজ্ঞাপনে তাঁর নাম নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধল।

এই সেই পোস্টার, যেখানে নাম রয়েছে বিধায়ক সুমন কাঞ্জিলালের। নিজস্ব ছবি।

এদিন দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপারেশন সিঁদুর আবহে এই প্রথম বঙ্গ সফর তাঁর। ছাব্বিশের নির্বাচনের সলতে পাকানোর কাজও এখান থেকেই শুরু হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই সভার বিজ্ঞাপনেই দেখা গেল দলবদলকারী বিধায়ক সুমন কাঞ্জিলালের নাম। রয়েছে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, উত্তরবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। অনন্ত মহারাজের সঙ্গে দলের সম্প্রতি খানিকটা দূরত্ব তৈরি হলেও তিনি আনুষ্ঠানিকভাবে দলত্যাগ করেননি। তাই তাঁকে আমন্ত্রণ জানানো স্বাভাবিক।

একুশের বিধানসভা ভোটের পর আলিপুরদুয়ারের তৎকালীন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা দল ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে। ২০২৩ সালে একইভাবে দলবদল করেন বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। বিজেপির সঙ্গে আর কোনও যোগাযোগই নেই তাঁর। এই পরিস্থিতিতে মোদির সভার বিজ্ঞাপনে তাঁর নাম দেখে অবাক হচ্ছেন অনেকেই। যদিও জেলা বিজেপির সাফাই, জনপ্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। এনিয়ে বিতর্ক অযথা। বিষয়টি নিয়ে বিধায়ক সুমন কাঞ্জিলালের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement