Advertisement
Advertisement
North Bengal

বয়সের ভারে জীর্ণ! নাম বদলাচ্ছে চিলাপাতার গভীর জঙ্গলের ঐতিহাসিক স্থাপত্য ‘নল রাজার গড়ে’র

জানেন নতুন নাম কী হচ্ছে?

name of Nal Rajar Gar in chilapata forest to be changed after meeting
Published by: Kousik Sinha
  • Posted:September 9, 2025 2:20 pm
  • Updated:September 9, 2025 2:20 pm   

রাজ কুমার, আলিপুরদুয়ার: চিলাপাতার গভীর জঙ্গলে ঐতিহাসিক স্থাপত্য ‘নল রাজার গড়ের’ নাম হচ্ছে ‘মহারাজা নরনারায়ণ গড়’। সোমবার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা, প্রখ্যাত ইতিহাসবিদ ডঃ আনন্দ গোপাল ঘোষ, পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ বিভিন্ন বিশিষ্টজন ও প্রত্নতাত্বিকরা উপস্থিত ছিলেন।

Advertisement

বৈঠক শেষে ইতিহাসবিদ আনন্দ গোপাল ঘোষ বলেন, “নল রাজার গড়ের নাম নিয়ে দীর্ঘদিন থেকে একটি বিতর্ক বা বিভ্রান্তি ছিল। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৈঠক করে সেই বিতর্কের ইতি টানতে পারলাম আমরা। এখন থেকে এই গড়ের নাম কোচবিহার রাজ্যের রাজা নরনারায়ণের নামে হবে। এবং নাম পরিবর্তন নিয়ে একটি বুকলেট প্রকাশ করা হবে। সেখানে কারা কবে কেন এই নাম পরিবর্তন করলেন তার সবটাই থাকবে।”

পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন বলেন, “নল রাজার গড়ের সংস্কারের উদ্যোগের খবর দেখে আমি রাজ্যের হেরিটেজ কমিশনকে একটি চিঠি দিয়েছিলাম। সেই চিঠিতে নল রাজা নিয়ে একটি বিভ্রান্তির কথা উল্লেখ করা হয়। তার পর বৈঠক করে এই বিভ্রান্তি মেটানোর নির্দেশ দেওয়া হয়। আসলে কোচবিহারের রাজা নরনারায়ণের আমলে তাঁর ভাই চিলা রায় এই ঐতিহাসিক সেনা ছাউনি বা গড় তৈরি করেছিলেন। সেই কারণে এখন থেকে এই গড়ের নাম মহারাজা নরনারায়ণ গড় হবে। আমরা চাই সেখানে মহারাজা নরনারায়ণ ও বীর সেনাপতি চিলা রায়ের মূর্তি বসুক।”

বিষয়টি নিয়ে বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “এই ঐতিহাসিক স্থাপত্যের সংরক্ষণ ও সংস্কারের দাবিতে ১৬ জুন বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বিষয়টি চিঠি দিয়ে জানাই। তার পরেই হেরিটেজ কমিশনের মাধ্যমে এই গড় সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এই গড়ের নাম নিয়ে বিভিন্ন জন বিভিন্নরকম তথ্য দিচ্ছিলেন। অবশেষে সেই সমস্যার সমাধান করে ফেললাম আমরা। ফলে সব বিভ্রান্তি কাটিয়ে এবার এই গড় সংস্কার ও সংরক্ষণের কাজ এগিয়ে যাবে।”

উল্লেখ্য, জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতার জঙ্গলে ঐতিহাসিক নল রাজার গড় অবস্থিত। স্থানীয়ভাবে এই ঐতিহাসিক স্থাপত্য নল রাজার গড় নামেই পরিচিত। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সম্প্রতি এই ঐতিহাসিক গড়ের সংস্কার ও সংরক্ষণ করে তা পর্যটকদের কাছে তুলে ধরার উদ্যোগ নেন। সেখানে ওপেন এয়ার মিউজিয়াম ও অন্যান্য কিছু করার মাধ্যমে পর্যটনের বিকাশের উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসনের কর্তারা ওই এলাকায় গিয়ে পরিদর্শনও করে আসেন। এর পরেই নল রাজার গড়ের নাম নিয়ে বিভ্রান্তি ও খানিকটা বিতর্ক তৈরি হয়। জানা গিয়েছে, নল রাজার গড় নিয়ে সেই বিভ্রান্তি ও বিতর্কের সমাধান করতেই এদিন রাজ্য হেরিটেজ কমিশনের নির্দেশে বৈঠক ডাকেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা। বৈঠকে নাম নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হওয়ায় সকলেই খুশি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ