ছবি: উদয়ন গুহরায়।
সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রাত পোহালেই দুর্গাপুরে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুরে সভা। তার আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে এলাকা। তবে এই সফরকে কেন্দ্র করেও একজোট হতে পারল না বঙ্গ বিজেপি। শোনা যাচ্ছে, দিলীপ ঘোষ যাবেন না সভায়।
শুক্রবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী। দুপুর আড়াইটেয় শুরু হবে সভা। থাকবে দুটি মঞ্চ। একটি সরকারি ও আরেকটি জনসভার। মাঠে বৃষ্টি ও কাদা ঢাকতে তৎপর কর্মীরা। দফায় দফায় প্রস্তুতির শেষ পর্ব দেখছেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। প্রয়োজনীয় নির্দেশ দেন। সূত্রের খবর, অন্ডাল বিমানবন্দর থেকে ১৫ কিলোমিটার সড়কপথে সভাস্থলে যাবেন মোদি। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত মোট ৮ টি জায়গায় প্রধানমন্ত্রীকে ফুল ছড়িয়ে স্বাগত জানানো হবে। গোটা যাত্রা পথে প্রধানমন্ত্রীর বড় বড় কাট আউট, ওভারহেড গেট তৈরি করা হয়েছে। সরকারি প্রকল্পের উদ্বোধন সেরে সভা শুরু করবেন মোদি।
কিন্তু প্রধানমন্ত্রীর সফরে একজোট হবে বঙ্গ বিজেপি? উত্তরে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, “বিজেপির মঞ্চে কারা থাকবেন তা বিজেপিই স্থির করবে। পার্টির গণতন্ত্র অনুযায়ী তা স্থির করা হবে।” প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্লাটফর্ম তৈরি করবে তা এদিন স্পষ্ট করেছেন শমীক। তিনি বলেন, “দুর্গাপুরের চেহারা এক বছরের মধ্যে বদল হবে। রাজ্য ও কেন্দ্র যৌথভাবে পথ দেখাবে দুর্গাপুর। রাজ্যে শিল্প সম্ভাবনা তৈরি হবে। সার্ভিস সেক্টর ছাড়া দুর্গাপুরে কোনও বিনিয়োগ নেই। কেন্দ্র পরিকাঠামো তৈরি করবে।” আগামী বছরের মাঝামাঝি থেকেই রাজ্যের বন্ধা শিল্প পরিস্থিতির বদল হবে দুর্গাপুর থেকেই।” প্রসঙ্গত, সভা শেষে সাড়ে চারটে নাগাদ হেলিকপ্টারে যাবেন অণ্ডাল বিমানবন্দর যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বায়ুসেনার উড়ানে দিল্লি যাবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.