Advertisement
Advertisement
Basirhat

বসিরহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

পকসো ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Neighboring youth arrested for allegedly physical assault a teenager in Basirhat

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:September 22, 2025 6:17 pm
  • Updated:September 22, 2025 6:24 pm   

গোবিন্দ রায়, বসিরহাট: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানা এলাকায়। ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

বসিরহাটের হাড়োয়া থানা এলাকায় বাড়ি ওই বছর ১৬-এর ওই কিশোরীর। বছর ২০ বছরের অভিযুক্ত ওই তরুণ ওই এলাকারই বাসিন্দা। জানা গিয়েছে, রবিবার রাতে ওই কিশোরী পড়তে যাচ্ছিল। সেসময় ওই যুবক তার পথ আটকায়। রাস্তা ফাঁকা থাকার সুযোগে ওই কিশোরীরে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। লোকচক্ষুর আড়ালে কিশোরীকে ধর্ষণ করা হয়!

রাতে নির্যাতিতা বাড়িতে ফিরে আসে। পরিবারের সদস্যদের সব কথা জানায়। কালবিলম্ব না করে ওই পরিবার হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকেই পলাতক ছিল ওই যুবক। রাতেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। আজ, সোমবার সকালে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পকসো ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে এদিন বসিরহাট আদালতে তোলা হয়। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। ওই নাবালিকারও শারীরিক পরীক্ষা হবে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ