Advertisement
Advertisement
Dhupguri

ধূপগুড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

Neighboring youth arrested for allegedly physical assaulting girl in Dhupguri

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:July 1, 2025 6:14 pm
  • Updated:July 1, 2025 6:14 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার প্রতিবেশী যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ধৃতকে আদালতে তোলা হয়। পকসো ধারায় পুলিশ মামলা রুজু করেছে।

ঘটনাটি ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। রবিবার বিকেলের পর ওই ধর্ষণের ঘটনা হয় বলে অভিযোগ। ওই দিন বিকেলে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন নাবালিকার পরিবারের সদস্যরা। সেসময় পরিবারের লোকজন ওই নাবালিকাকে ছাগল নিয়ে বাড়ি ফিরে যেতে বলে। সেই মতো ওই নাবালিকা বাড়ি  ফিরে যায়। সেসময় প্রতিবেশী ওই যুবক কেউ না থাকার সুযোগে ওই বাড়িতে ঢোকে বলে অভিযোগ। নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

পরিবারের লোকজন বাড়ি ফিরলে ঘটনার কথা জানায় ওই নির্যাতিতা। সালিশিসভার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব ওই পরিবারকে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও পরে ওই নাবালিকার পরিবার ধূপগুড়ি থানায় ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আদালতে তোলা হয়েছে। যদিও সালিশিসভার বিষয় নিয়ে রাজনৈতিক চাপানউতোড় শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের তরফে পালটা দাবি, এক বিজেপি নেতা ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement