Advertisement
Advertisement
Barasat

মুখ চেপে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! শাসনের ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী

ধৃত শাহজাহান নামের ওই যুবক দীর্ঘদিন ধরে বধূকে উত্যক্ত করত বলে অভিযোগ।

Neighbour arrested allegedly physical assault of housewife after abduction at Barasat

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:July 4, 2025 9:55 pm
  • Updated:July 4, 2025 10:10 pm   

অর্ণব দাস, বারাসত: দীর্ঘদিন ধরে প্রতিবেশী গৃহবধূকে কুপ্রস্তাব, পথেঘাটে উত্যক্ত করা। প্রতিবাদের মুখে পড়েও সতর্ক হয়নি যুবক। শেষমেশ নিজের লালসা চরিতার্থ করতে মুখ চেপে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণ! বারাসতের শাসনের যুবকের বিরুদ্ধে এমনই অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মধ্যমগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ধৃতের নাম শাহজাহান আলি, বয়স ৪৫ বছর। অভিযোগ, শাসনের বাসিন্দা শাহজাহান দীর্ঘদিন ধরে যাতায়াতের পথে প্রতিবেশী ওই গৃহবধূকে উত্যক্ত করত, কুপ্রস্তাব দিত। গৃহবধূ বিষয়টি পরিবারকে জানায়। তাঁরা বিষয়টি জানার পর প্রতিবাদও করেছিল। তারপরও শাহজাহানের আচরণে কোনও বদল হয়নি। এরই মধ্যে গত ১২ মে সন্ধ্যা নাগাদ ওই গৃহবধূ এলাকার একটি দোকানে গিয়েছিলেন। অভিযোগ, ওই সময় রাস্তায় গৃহবধূর মুখ চাপা দিয়ে তুলে নিজের ঘরে নিয়ে গিয়ে শাহজাহান ধর্ষণ করে।

এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। এ নিয়ে থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তের হদিশ পেতে তল্লাশি শুরু করে। শেষে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তদন্তকারীরা জানতে পারেন, মধ্যমগ্রামে এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে অভিযুক্ত শাহজাহান। বৃহস্পতিবার রাতে গোপন অভিযান চালিয়ে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ধৃতকে বারাসত আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় আতঙ্কিত নির্যাতিতা গৃহবধূ। পুলিশ অবশ্য তাঁকে নিরাপত্তার আশ্বাস দিয়েছে। অভিযুক্ত যুবকের কঠোরতম সাজার দাবিতে সরব নির্যাতিতার পরিবার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ